ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জার্সি না তরমুজ? বিশ্বকাপ জার্সি নিয়ে ট্রলের শিকার পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০২২  
জার্সি না তরমুজ? বিশ্বকাপ জার্সি নিয়ে ট্রলের শিকার পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সোমবার জার্সি প্রকাশ করেছে পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ৩৭ সেকেন্ডের এক ভিডিও কন্টেন্টের মাধ্যমে জার্সি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভিডিওতে জার্সি গায়ে বাবর আজম, শাহীন আফ্রিদি, শাদাব খান, নাসিম শাহ, নারী ক্রিকেটার কাইনাত ইমতিয়াজ ও ফাতিমা সানাকে তুলে ধরা হয়। ক্যাপশনে এই জার্সিকে গ্রিন থান্ডার বলে উল্লেখ করা হয়।

তবে এই ভিডিও প্রকাশ করার পর থেকেই নেটিজেনদের ট্রলের সম্মুখীন হয় পিসিবি। ভক্তদের খুব একটা পছন্দ হয়নি এই জার্সির ডিজাইন। পাশাপাশি পছন্দ হয়নি রঙেও মিশ্রনও।

তাই তারা এই জার্সিকে তুলনা করছেন তরমুজের সঙ্গে। ভক্তরা মনে করছে পিসিবি তরমুজ থেকে অনুপ্রাণিত হয়েই এমন জার্সি বানিয়েছে।

১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২২ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভের লড়াই। আর ১৩ নভেম্বর ফাইনাল খেলা হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)।

এবারের বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপে রয়েছে ভারত, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া বাছাইপর্ব থেকে আরও দুটি দল যুক্ত হবে এই গ্রুপে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়