ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রতিবাদী এমবাপ্পে, ইমেজ রাইটস চুক্তি সংশোধনের আশ্বাস ফ্রান্সের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ২০ সেপ্টেম্বর ২০২২  
প্রতিবাদী এমবাপ্পে, ইমেজ রাইটস চুক্তি সংশোধনের আশ্বাস ফ্রান্সের

ফরাসি খেলোয়াড়দের ইমেজ রাইটস নিয়ে চলমান মতবিরোধের কারণে জাতীয় দলের সঙ্গে ফটোশুটে অংশ নিলেন না কিলিয়ান এমবাপ্পে। তার প্রতিবাদের পর এই চুক্তি সংশোধনের কথা ভাবছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

এমবাপ্পে ফটোশুটে অংশ নিতে অস্বীকৃতি জানানোর পর দ্রুত এফএফএফ মতপার্থক্যের বিষয়গুলো পরিবর্তনের আশ্বাস দেওয়ার কথা জানিয়ে বিবৃতি দেয়। ফেডারেশনের নির্বাহী কমিটি, প্রেসিডেন্ট, কোচ ও মার্কেটিং ম্যানেজারের সঙ্গে আলোচনার পর ইমেজ রাইটস নিয়ে ঝামেলা মিটমাটের ব্যাপারে সম্মতি দিয়েছে।

ইমেজ রাইটস নিয়ে নিজের একগুয়ে অবস্থানে ছিলেন এমবাপ্পে। কিছু নির্দিষ্ট ব্র্যান্ডের এনডোর্স করাতে চান না তিনি। এই চুক্তি সংশোধনে এফএফএফর সম্মতিতে বোঝা গেলো, এই যুদ্ধে ফরাসি তারকা জিতে গেছেন। একই সঙ্গে জাতীয় দলেও তার প্রভাব কতটা বোঝা গেলো। 

অস্ট্রিয়া ও ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ খেলতে বর্তমানে ফরাসি স্কোয়াডের সঙ্গে আছেন এমবাপ্পে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়