ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাইলফলক ছোঁয়ার ম্যাচে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন আফিফ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১১, ২৫ সেপ্টেম্বর ২০২২  
মাইলফলক ছোঁয়ার ম্যাচে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন আফিফ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন আফিফ হোসেন ধ্রুব। আর মাইলফলক ছোঁয়ার ম্যাচে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন আফিফ। ৫৫ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৭৭ রান করেন। যা তার ক্যারিয়ার সেরা ইনিংস। এর আগে তার ক্যারিয়ার সেরা ইনিংস ছিল ৩৮ বলে ৫০ রান।

তার আজকেই এই ইনিংসটি টি-টোয়েন্টিতে চার নম্বর বা এর নিচে নেমে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে মোহাম্মদ নাঈম শেখের ৮১ রানের ইনিংসের পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস।

আফিফের ৭৭ রানের গুরুত্বপূর্ণ হয়তো এভাবে বোঝানো যাবে না। বাংলাদেশ ব্যাট করতে নেমে ৪৭ রানে হারায় ৪ উইকেট। ৭৭ রানে হারায় পঞ্চম উইকেট। সঙ্গী হারাতে থাকলেও অফিফ ছিলেন অবিচল। তিনি সোহানকে নিয়ে ষষ্ঠ উইকেটে তোলেন ৮১ রান। যা ষষ্ঠ উইকেটে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা জুটি।

তার ৭৭ ও সোহানের ৩৫ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ পায় ১৫৮ রানের লড়াকু সংগ্রহ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়