ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাকিবের প্রথম হারে ফাইনালের অপেক্ষা বাড়লো গায়ানার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ২৮ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ০৯:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২২
সাকিবের প্রথম হারে ফাইনালের অপেক্ষা বাড়লো গায়ানার

বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে পাত্তা পায়নি গায়ানা আমাজন ওয়ারিয়র্স। সাকিব আল হাসানকে নিয়ে ঘুরে দাঁড়ানো দলটি টানা চার জয়ের পর হারের তেতো স্বাদ পেয়েছে।

তাতে ফাইনালে খেলার অপেক্ষা বাড়লো গায়ানার। তাদের ৮৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্বাডোজ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় এলিমিনেটর জয়ী জ্যামাইকা তাল্লাওয়াসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে গায়ানা।

রাকিম কর্নওয়াল ঝড়ে বার্বাডোজ ৫ উইকেটে ১৯৫ রান করে। বল হাতেও ফর্মে ছিলেন তিনি। গায়ানাকে ১৭.৪ ওভারে ১০৮ রানে গুটিয়ে দিতে ২ উইকেট নেন এই স্পিনার। তার আগে ৫৪ বলে ২ চার ও ১১ ছয়ে করেন ৯১ রান। কর্নওয়ালকে ফিরিয়ে একমাত্র উইকেটটি নেন সাকিব। ৩ ওভারে দেন ২২ রান।

বার্বাডোজকে বড় সংগ্রহ এনে দিতে ৩৫ বলে ৩ চার ও ৪ ছয়ে ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আজম খান।

লক্ষ্যে নেমে সুবিধা করতে পারেনি গায়ানা। পঞ্চম ওভারে ২৬ রানে ২ উইকেট যাওয়ার পর সাকিব ব্যাট হাতে নামেন। ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান আগের ম্যাচে ৫৩ রান করলেও এবার ছিলেন নিষ্প্রভ। ২ বল খেলে ১ রানে আউট সাকিব।

কর্নওয়ালের সঙ্গে মুজিব উর রহমানও পান ২ উইকেট। সর্বোচ্চ তিনটি পান র‌্যামন সিমন্ডস।

এই সিপিএলে প্রথম হারের অভিজ্ঞতা হলো সাকিবের। এখন দেখার অপেক্ষা জ্যামাইকাকে হারিয়ে ফাইনালে তুলতে তিনি অবদান রাখতে পারেন কি না। আগের দেখায় জ্যামাইকাকে ১২ রানে হারায় গায়ানা। ওই ম্যাচ দিয়ে এই আসর শুরু করেন সাকিব।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়