ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিউমোনিয়ার সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত নাসিম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২৯ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৮:২৫, ২৯ সেপ্টেম্বর ২০২২
নিউমোনিয়ার সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত নাসিম

ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টির আগে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় পাকিস্তানের তরুণ সেনসেশন নাসিম শাহকে। শুরুতে ভাইরাল ইনফেকশন মনে করা হলেও পরীক্ষার পর নিউমোনিয়া ধরা পড়ে। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, একই সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পিসিবি বলেছে, এখন বেশ ভালোবোধ করছেন নাসিম। করোনা প্রটোকল মেনে চলাফেরা করছেন তিনি, জানায় বোর্ড, ‘টিম হোটেলে ফিরেছেন শাহ, সেখানেই কোভিড প্রটোকল মেনে চলবেন তিনি।’

আগামী সোমবার ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউ জিল্যান্ডের উদ্দেশে রওনা হবে পাকিস্তান ক্রিকেট দল। এই সফরে তাদের সঙ্গে নাসিম বিমান ধরতে পারবেন কি না পরিষ্কার জানায়নি বোর্ড। আপাততিআগামী শুক্রবার ও রোববার লাহোরে সিরিজের বাকি দুই ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।

চলতি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র এক ম্যাচ খেলেছেন নাসিম। প্রথম ম্যাচে চার ওভারে ৪১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তাকে বিশ্রাম দেওয়া হয়। বুকে সংক্রমণ ও জ্বর নিয়ে তাকে পঞ্চম ম্যাচের দিন লাহোরের একটি হাসপাতালে ভর্তি হন। 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়