ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সিলেটে আমিরাতি ক্রিকেটারদের বিস্ময় ‘হ্যান্ডফ্যান’

ক্রীড়া প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৩:১১, ৩০ সেপ্টেম্বর ২০২২
সিলেটে আমিরাতি ক্রিকেটারদের বিস্ময় ‘হ্যান্ডফ্যান’

গোল হয়ে দাঁড়িয়ে আরব আমিরাতের বেশ কয়েকজন নারী ক্রিকেটার হাতপাখা দিয়ে বাতাস খাচ্ছেন। হাত ঘুরে ঘুরে যাচ্ছে একজন থেকে আরেকজনের কাছে। সিলেটের অসহ্য গরমে এতেই যেন স্বস্তি মরুর দেশের মেয়েদের। কিছুটা দূর থেকে জানতে চাওয়া, এটা কি বলেন তো? একজন একটু বিস্ময় কণ্ঠে বললেন, ‘দিস ইজ ফ্যান’। আরেকজন পাশ থেকে হাসি মুখে বললেন, ‘হ্যান্ডফ্যান।’

আগামীকাল থেকে সিলেটে মাঠে গড়াবে নারীদের এশিয়া কাপের আসর। তার আগেই সিলেট যেন উত্তপ্ত। সূর্যের প্রখর তাপে মিনিট খানেক দাঁড়ানো যেন দায় হয়ে দাঁড়ায়। সেই তপ্ত রোদের অসহনীয় এই গরমের মধ্যে শুক্রবার অনুশীলন করে যাচ্ছে এশিয়া কাপ খেলতে আসা দলগুলো। কিন্তু আরব আমিরাতের মেয়েদেরই গরমে বেশি বিপর্যস্ত দেখাচ্ছে।

ব্যাটে-বলে একটু টুকটাক করে কেউ এসে খাওয়ার পানি মাথায় ঢালছেন, কেউ জুস খাচ্ছেন, আবার কেউ জিরিয়ে নিচ্ছেন। আরব আমিরাতের লিয়াজো অফিসার হিসেবে আছেন বাংলাদেশি সাবেক নারী ক্রিকেটার সাথিরা জেসি। গরম নিয়ে জেসিও জানান, ‘গরমটা একটু বেশি মনে হচ্ছে, সবার অবস্থাই খারাপ।’

আমিরাতের মেয়েদের পাশের দুই নেটে পর্যায়ক্রমে ব্যাটিং করছিলেন বাংলাদেশের মেয়েরা। এই হাতপাখাটি মূলত এনেছেন স্বাগতিক দেশের মেয়েরা। আর সেটি নিয়েই মজেছেন আমিরাতের মেয়েরা। তপ্ত রোদে হাত পাখার বাতাস যেন দিচ্ছে তাদের স্বস্তির পরশ। 

কোথায় পেয়েছেন, জিজ্ঞেস করলে আমিরাতের এক ক্রিকেটার শুরুতেই জানান, জীবনে প্রথমবার এটা দেখলেন। তার কথা, ‘এটা আমাদের না। এটা বাংলাদেশের। আমি প্রথম দেখেছি। দারুণ হাতপাখা (হ্যান্ডফ্যান)।’

আজ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস দেখালেও অনুভব হচ্ছে তার চেয়ে বেশি। কিন্তু বাংলাদেশের মেয়েরা এই গরমকে কিছু মনে করছেন না। মরুর বুকে ক্যাম্প করার কারণে জ্যোতিদের কারণে সিলেটের এই গরম কিছু না। কিন্তু মরুর দেশ থেকে আসা ক্রিকেটাররা যেন ধরাশায়ী। 

জ্যোতি বলেন, ‘আবহাওয়া নিয়ে এখন আমরা চিন্তা করছি না। কারণ  যেহেতু আমরা আবুধাবিতে খেলে এসেছি, ওখানে কিন্তু গরমের মাত্রা আরও বেশি ছিল। সব মিলিয়ে ভালো একটা প্রস্তুতি কিন্তু আমাদের হয়েছে, আরও ভালো খবর হচ্ছে ওই গরমে কোনও খেলোয়াড়ের পেশিতে টান পড়েনি বা কোনও চোট আমরা পাইনি। তার মানে সব খেলোয়াড় ফিট আছে, তাই এখানেও আমরা চাইবো সব খেলোয়াড় যেন ফিট থাকে, সবাই যেন তৈরি থাকে।’

সিলেট/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়