ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বেনজেমার পেনাল্টি মিস, রিয়ালের ছন্দপতন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ৩ অক্টোবর ২০২২   আপডেট: ০৯:২৫, ৩ অক্টোবর ২০২২
বেনজেমার পেনাল্টি মিস, রিয়ালের ছন্দপতন

পেনাল্টি মিস করলেন করিম বেনজেমা। এই মৌসুমে প্রথমবার পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ। রোববার ১০ জনের ওসাসুনার বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। তাতে বার্সাকে শীর্ষ থেকে নড়াতে পারেনি লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন।

লম্বা শটে বিরতির আগে ভিনিসিউস জুনিয়র এগিয়ে দেন রিয়ালকে। কিন্তু অতিথিরা কিকে গার্সিয়ার গোলে দ্বিতীয়ার্ধের পর সমতা ফেরায়। 

জয়ের সুযোগ পেয়েও রিয়াল কাজে লাগাতে পারেনি। ৭৯তম মিনিটে পেনাল্টি শটে বল গোলপোস্টের উপর দিয়ে মারেন বেনজেমা। ডিফেন্ডার উনাই গার্সিয়া বক্সের মধ্যে তাকে ফেলে দিলে রিয়াল পেনাল্টির আবেদন জানায়। ভিএআরে নিজেদের পক্ষে রায় পায় মাদ্রিদ ক্লাব এবং সরাসরি লাল কার্ড দেখেন গার্সিয়া।

মিনিট খানেক পর ফরাসি স্ট্রাইকারের একটি গোল অফসাইডে বাতিল হয়। ভিনিসিউসের বুলেট গতির শট ফিরিয়ে দেন ওসাসুনা গোলকিপার সার্জিও হেরেরা। 

এভাবেই স্বাগতিক দর্শকদের হতাশায় ভাসিয়ে পয়েন্ট আদায় করে ওসাসুনা।

রিয়াল ও বার্সেলোনার সমান ১৯ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে কাতালানরা। সান্তিয়াগো বার্নাব্যু থেকে এই ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়