ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শোয়েবের ভয়, বিশ্বকাপে প্রথম রাউন্ডেই হয়তো বাদ পড়বে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ৩ অক্টোবর ২০২২   আপডেট: ১৪:৪৩, ৩ অক্টোবর ২০২২
শোয়েবের ভয়, বিশ্বকাপে প্রথম রাউন্ডেই হয়তো বাদ পড়বে পাকিস্তান

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানকে নিয়ে দুশ্চিন্তা ভর করেছে শোয়েব আখতারের মনে। তার ভয়, প্রথম রাউন্ডেই না বাদ পড়ে বাবর আজমের দল।

ইংল্যান্ডের কাছে ৬৭ রানে সপ্তম টি-টোয়েন্টি হারের পর পাকিস্তানকে নিয়ে নিজের আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক পেস তারকা। তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আমার ভয় হচ্ছে পাকিস্তান দল বিশ্বকাপের প্রথম রাউন্ডেই হয়তো বাদ পড়বে।’

ব্যাটিংয়ে গভীরতার অভাব ও মিডল অর্ডারে অস্থিরতার কারণে পাকিস্তান দলকে নিয়ে এই দুশ্চিন্তা শোয়েবের। ৪৭ বছর বয়সী সাবেক পেসার বলেছেন, ‘পাকিস্তানের মিডল অর্ডারের অবস্থা ভালো নয়। ওপেনাররা পারফর্ম করতে না পারলে মিডল অর্ডার চাপে পড়ছে। এভাবে তো বিশ্বকাপে খেলা যায় না যদি আপনি তা জিততে চান। এটা খুব দুঃখজনক।’

বিশ্বকাপের দল ঘোষণায় নির্বাচক মোহাম্মদ ওয়াসিম ও কোচ সাকলাইন মুশতাককে নিয়ে সমালোচনা করেছেন শোয়েব, ‘সমস্যা ছিল মিডল অর্ডার নিয়ে কিন্তু নির্বাচকরা সেই জায়গায় নজর দেয়নি। সেখানে কোনও পরিবর্তন আনেনি।’ ওয়াসিমকে নিয়ে তিনি বলেন, ‘যখন প্রধান নির্বাচক গড়পড়তার হয়, তখন তো সিদ্ধান্তও তেমনই গড়পড়তার হয়।’

এরপর সাকলাইনকে ধুয়ে দিলেন তিনি, ‘সাকলাইন শেষ ক্রিকেট খেলেছিল ২০০২ সালে। আমি এটা বলতে চাই না কারণ সে আমার বন্ধু। কিন্তু আমি মনে করি না টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তার কোনও ধারণা আছে। আমার মনে হয় না এখানে তার দক্ষতা আছে।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়