ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সোহানের কণ্ঠে ঐক্যের ডাক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৫ অক্টোবর ২০২২   আপডেট: ১৮:৩৬, ৫ অক্টোবর ২০২২
সোহানের কণ্ঠে ঐক্যের ডাক

অধিনায়ক সাকিব আল হাসান এখনও পৌঁছাননি নিউ জিল্যান্ড। অফিসিয়াল ট্রফি উন্মোচনে তাই কাজী নুরুল হাসান সোহানকে দাঁড়াতে হলো দুই প্রতিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসন ও বাবর আজমের ফ্রেমে।

ক্রিকেটে চরম ব্যস্ত বাবর আজম রোববার ইংল্যান্ডের বিপক্ষে সপ্তম টি-টোয়েন্টি খেলে নিউ জিল্যান্ডে পৌঁছে যেতে পারলেও ক্রিকেটের বাইরে থাকা সাকিব পারেন না দলের সঙ্গে যোগ দিতে। অবশ্য এসব নিয়ে থোরাই কেয়ার বাংলাদেশের সুপারস্টারের। বিতর্কিত কর্মকাণ্ডের পরও যেখানে শাস্তির বদলে পুরস্কার পান তখন নিয়ম-নীতির তয়োক্কা থাকবে না তা একদমই স্বাভাবিক নয় কি?

অধিনায়ক নেই। তবে সহ-অধিনায়ক যখন সোহানের মতো প্রাণবন্ত ও ডানপিঠে কেউ, তখন দলের ভেতরে অস্বস্তি থাকার কথা না। সোহান গণমাধ্যমে দলের পরিবেশ জানাতে গিয়ে যেমন বলেছেন, ‘আমাদের দলের পরিবেশ খুবই ভালো।’

রণকৌশল ও পরিকল্পনা সাজাতে সাকিবের অপেক্ষাতে নেই তারাও, ‘সবচেয়ে বড় যে জিনিসটা, আমাদের সবার কাছে একটা বার্তাই দেওয়া হচ্ছে যে, আমরা যেন ফলাফল নিয়ে চিন্তা না করি। আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ফল কী হবে তা আগে থেকে অনুমান করার সুযোগ নেই।’

৭ অক্টোবর থেকে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ভালো ফলের প্রত্যাশায় আছে। এজন্য ব্যক্তিগত পারফরম্যান্সের থেকে দলীয় পারফরম্যান্সে জোর দিয়েছেন সোহান, ‘আমরা যদি আমাদের কাজগুলো সততার সঙ্গে পরিশ্রম দিয়ে করতে থাকি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো দল হিসেবে খেলা। ব্যক্তিগতভাবে চিন্তা না করে আমরা যদি দল হিসেবে চিন্তা করি, কারণ, ১১ জনই হয়তো পারফর্ম করবে না। আমার মনে হয় যে, যার যে পরিস্থিতিতে দলের জন্য যতটুকু করা দরকার ওইটা যদি আমরা করতে পারি- আমাদের সবার মনোযোগ ওখানেই থাকে, আমরা দলের জন্য পরিস্থিতি অনুযায়ী পারফর্ম করতে পারি।  তাহলে ভালো কিছু হবে।’

পাশাপাশি সোহান একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বানও জানালেন, ‘আমার কাছে মনে হয় যে, একে অন্যকে সাহায্য করা খুব গুরুত্বপূর্ণ। যেটা খুব বেশি ভালোমতো হচ্ছে। সবাই নিজের কাজ করার পাশাপাশি আরেকজনকে যাতে সাহায্য করতে পারি। আমার কাছে মনে হয় এটা দলের একাত্মতার পূর্ণ। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে থেকে এটা করার চেষ্টা করছি।’

ইয়াসিন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়