ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বায়ার্নকে আসল যোগ্যতা দেখাতে চায় বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ২৬ অক্টোবর ২০২২  
বায়ার্নকে আসল যোগ্যতা দেখাতে চায় বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগে খাদের কিনারায় দাঁড়িয়ে বার্সেলোনা। টানা দ্বিতীয় আসরে গ্রুপ পর্বেই বিদায়ের আশঙ্কায় তারা। বাঁচা-মরার লড়াইয়ে বুধবার তাদের সামনে শক্তিশালী বায়ার্ন মিউনিখ। চার ম্যাচে মাত্র একটি জেতা কাতালান জায়ান্টদের এই ম্যাচ তো জিততেই হবে, সঙ্গে কামনা করবে ভিক্টোরিয়া প্লজেনের কাছে ইন্টার মিলানের হার।

‘সি’ গ্রুপে চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ ষোলো আগেই নিশ্চিত করেছে বায়ার্ন। গত দুটি ম্যাচে বার্সার সঙ্গে ড্র করা ও জেতা ইন্টার ৭ পয়েন্টে দ্বিতীয় স্থানে। মাত্র ৪ পয়েন্ট নিয়ে তিনে স্প্যানিশ জায়ান্টরা।

ন্যু ক্যাম্পে এই বাঁচা-মরার ম্যাচে দল ভয়ডরহীন ফুটবল খেলুক, এটাই চান বার্সা কোচ জাভি হার্নান্দেজ। নিজেদের আসল জাত চেনাতে চান তিনি, ‘আমাদের দেখিয়ে দিতে হবে যে আমরা যদি ছিটকেও যাই (চ্যাম্পিয়নস লিগ থেকে), তারপরও আমরা ভালো দল এবং সেরা দলগুলোর বিপক্ষে লড়তে পারি।’ তিনি আরও বলেন, ‘মিউনিখের খেলাটা ছিল অপমানজনক। কারণ আমাদের প্রাপ্য আরও বেশি ছিল। ওটা ছিল দুর্ঘটনা কারণ আমরা শেষটা করতে পারিনি। বল বার্সেলোনার পায়ে ছিল বেশি। চার মিনিটের মধ্যে দুই গোল করে বায়ার্ন জয় নিশ্চিত করেছিল।’

মিলান ম্যাচের চেয়ে অসাধারণ ম্যাচ খেলার প্রত্যাশা বার্সার। নয়তো বায়ার্নের বিপক্ষে দীর্ঘ সময় ধরে চলা জয়খরা কাটানো মুশকিল। তারপরও আশা হারাচ্ছেন না জাভি, ‘আমি মিরাকল নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমাদের একটু আশা আছে। যদিও আমরা খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে। পরিসংখ্যানও আমাদের বিপক্ষে। কিন্তু... অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়