ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সেল্টিককে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন রিয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ৩ নভেম্বর ২০২২   আপডেট: ০৯:০২, ৩ নভেম্বর ২০২২
সেল্টিককে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন রিয়াল

গত সপ্তাহে আরবি লাইপজিগের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে শীর্ষে ওঠা অনিশ্চয়তায় পড়েছিল। বুধবার গ্রুপের শেষ ম্যাচে সেল্টিককে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে সেই অনিশ্চয়তার অবসান ঘটালো রিয়াল মাদ্রিদ। 

ছয় ম্যাচে চতুর্থ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান ইউরোপ সেরারা। শাখতার দোনেৎস্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ১২ পয়েন্ট নিয়ে রানার্সআপ লাইপজিগ। শাখতার তৃতীয় হয়ে ইউরোপা লিগে জায়গা পেয়েছে।

পেশির ইনজুরিতে এই ম্যাচে খেলেননি করিম বেনজেমা। প্রথমার্ধ রিয়ালের নিয়ন্ত্রণে রাখতে বড় অবদান রাখেন আসেনসিও। রিয়ালের গোল উৎসবের শুরু হয়েছে দুটি পেনাল্টি দিয়ে। লুকা মদরিচ ও রদ্রিগো ৬ ও ২১ মিনিটে পেনাল্টি গোল করেন। সেল্টিক ডিফেন্ডারের হ্যান্ডবলে পাওয়া এই দুটি পেনাল্টির বিল্ডআপেই রয়েছে আসেনসিওর ভূমিকা।

বিরতির পর ষষ্ঠ মিনিটে রিয়ালকে ৩-০ তে এগিয়ে দেন আসেনসিও। দানি কারভাহালের ক্রসে দারুণ ভলিতে গোল করেন তিনি। ১০ মিনিট পর ফেডেরিকো ভালভার্দে ডানদিক দিয়ে দৌড়ে ক্রস দেন ভিনিসিউস জুনিয়রকে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাছ থেকে নেওয়া শটে জাল কাঁপান।

দূরপাল্লার শটে ৭১ মিনিটে রিয়ালের পঞ্চম গোল যোগ করেন ভালভার্দে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বক্সের বাইরে থেকে এটি ছিল তার পাঁচ নম্বর গোল, ইউরোপের বড় পাঁচ লিগের যে কোনও খেলোয়াড়ের চেয়ে বেশি। 

সেল্টিকের হয়ে একটি সান্ত্বনাসূচক গোল করেন জোতা। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ফ্রি কিকে হয় গোলটি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়