ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ম্যারাডোনার যে দুই রেকর্ড কাতার বিশ্বকাপে ভেঙে দিতে পারেন মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ১৬ নভেম্বর ২০২২   আপডেট: ১৮:৩১, ১৬ নভেম্বর ২০২২
ম্যারাডোনার যে দুই রেকর্ড কাতার বিশ্বকাপে ভেঙে দিতে পারেন মেসি

কাতার বিশ্বকাপ হতে যাচ্ছে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে ছাড়া প্রথম বিশ্বকাপ। ফুটবলপ্রেমীরা নিঃসন্দেহে মিস করবে তাকে। বিশ্বকাপের গ্যালারিতে উৎসুক চোখ খুঁজে ফিরবে উল্কি আঁকা হাতে, হাভানা চুরুট মুখে, ছোট আকৃতির সেই বিরাট মানুষটিকে। তিনি হয়তো পরলোক থেকে ফুটবলপ্রেমীদের এই হৃদয়ের হাহাকার টের পাবেন।

ম্যারাডোনা নেই, তবে তার উত্তরসূরীরা মাঠ মাতাতে প্রস্তুত। আর সেই দলের নেতৃত্বে আছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে ম্যারাডোনার দুই-দুইটি রেকর্ড ভেঙে দেওয়ার দ্বারপ্রান্তে আছেন তিনি। তার একটি সবচেয়ে বেশি ম্যাচ খেলার। অন্যটি সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার।

ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ২১টি ম্যাচ খেলেছিলেন। লিওনেল মেসি খেলেছেন ১৯টি। যদি এবারের বিশ্বকাপে পিএসজি’র এই তারকা ইনজুরিতে না পড়েন তাহলে গ্রুপপর্বেই তিনি ভেঙে দিবেন ম্যারাডোনার সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।

বিশ্বকাপে আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডও রয়েছে ম্যারাডোনার দখলে। তিনি সর্বোচ্চ ৮টি অ্যাসিস্ট করেছেন। তার মধ্যে ১৯৮৬ বিশ্বকাপের এক আসরেই করেছিলেন ৫টি!

এর আগে চারটি বিশ্বকাপ খেলা মেসি অ্যাসিস্ট করেছেন ৫টি। এবার আর ৩টি অ্যাসিস্ট করতে পারলেই ছুঁয়ে ফেলবেন ম্যারাডোনাকে। আর ৪টি অ্যাসিস্ট করলে ছাড়িয়ে যাবেন তাকে।

কাতার বিশ্বকাপে মেসি-ডি মারিয়াদের আর্জেন্টিনা আছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।

২২ নভেম্বর বিকেল ৪টায় প্রথম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে সৌদি আরবের। এরপর ২৭ নভেম্বর রাত ১টায় দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। আর ১ ডিসেম্বর রাত ১টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা লড়বে পোল্যান্ডের বিপক্ষে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়