ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আবাহনীকে হারিয়ে ফাইনালে শেখ রাসেল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ৩০ নভেম্বর ২০২২  
আবাহনীকে হারিয়ে ফাইনালে শেখ রাসেল

স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। তাও আবার আবাহনী লিমিটেডের মতো জায়ান্ট দলকে হারিয়ে। বুধবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে আবাহনীকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় শেখ রাসেল।

এদিন ম্যাচের ৩১ মিনিটে লিড নেয় শেখ রাসেল। এ সময় জন চার্লেস দিদিয়েরের গোলে এগিয়ে যায় দলটি। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতির পর ৫৪ মিনিটে এমফোন সানডের গোলে ব্যবধান দ্বিগুণ হয় শেখ রাসেল ক্রীড়া চক্রের। তবে ৬৪ মিনিটে পিটার এনওরাহর গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আবাহনী। অবশ্য ৭২ মিনিটের মাথায় শেখ রাসেলের তিমুর তালিপয় গোল করলে ব্যবধান আবার বেড়ে হয় ৩-১। ম্যাচের যোগ করা সময়ে (৯০+৫) আবাহনীর দানিয়েল কলিনদ্রেস গোল করে ব্যবধান কমান। তবে সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

তাতে ৩-২ ব্যবধানের হারে শিরোপা জিততে এসে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় আকাশী নীল জার্সিধারীদের।

আগামী ৫ ডিসেম্বর বসুন্ধরা কিংস অথবা বাংলাদেশ পুলিশের বিপক্ষে ফাইনাল খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্র। তারা যদি ফাইনাল জিতে তাহলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়