ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তাসকিনের ফিটনেস পরীক্ষা মঙ্গলবার, অনিশ্চিত দ্বিতীয় ম্যাচে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ৫ ডিসেম্বর ২০২২   আপডেট: ২২:১২, ৫ ডিসেম্বর ২০২২
তাসকিনের ফিটনেস পরীক্ষা মঙ্গলবার, অনিশ্চিত দ্বিতীয় ম্যাচে

পিঠের পুরোনো ব্যথার কারণে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে ছিটকে যান ডানহাতি পেসার তাসকিন আহমেদ। অনিশ্চিত দ্বিতীয় ওয়ানডেতেও।

৭ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচে জিতে বাংলাদেশ সিরিজে এগিয়ে আছে।

আগামীকাল তাসকিনের ফিটনেস পরীক্ষা নেওয়ার কথা আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিম থেকে সেটি নিশ্চিত করা হয়েছে। ফিটনেস টেস্টে উতরাতে পারলে তবে খেলার জন্য উপযোগী হবেন। তবে দ্বিতীয় ওয়ানডেতে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু রাইজিংবিডিকে মুঠোফোনেও ফিটনেস টেস্টের কথা বলেন। তিনি বলেন, ‘কাল ফিটনেস টেস্ট হবে। এরপর বোঝা যাবে। এখন পর্যন্ত মেডিকেল টিম থেকে আমি কোনো তথ্য পাইনি।’

গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১ উইকেটে জিতে বাংলাদেশ। ভারত টস হেরে সবকটি উইকেট হারিয়ে ১৮৬ রান করে। রান তাড়ায় নেমে বাংলাদেশ ১ উইকেট ও ২৪ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচসেরা হন মেহেদি হাসান মিরাজ।

আর তাসকিনের অভাব বুঝতে দেননি ইবাদত হোসেন। ক্যারিয়ার সেরা বোলিং করে নেন ৪৭ রান দিয়ে ৪ উইকেট।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়