ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাকিবের পর লিটনও অবিক্রিত, রেকর্ড সাড়ে ১৮ কোটি রুপিতে কারান পাঞ্জাবে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২৩ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৭:১৪, ২৩ ডিসেম্বর ২০২২
সাকিবের পর লিটনও অবিক্রিত, রেকর্ড সাড়ে ১৮ কোটি রুপিতে কারান পাঞ্জাবে

পঞ্চম সেট (ক্যাপড স্পিনার)

আদিল রশিদ- ২ কোটি রুপি, সানরাইজার্স হায়দরাবাদ

* আকিল হোসেন, অ্যাডাম জাম্প, তাবরাইজ শামসি ও মুজিব উর রহমানকে নিয়ে কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

* পঞ্চম সেটে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।

চতুর্থ সেট (ক্যাপড পেস বোলার)

রিচ টপলি- ১.৯ কোটি রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

জয়দেব উনাদকাট- ৫০ লাখ রুপি, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

ঝাই রিচার্ডসন- ১.৫ কোটি রুপি, মুম্বাই ইন্ডিয়ান্স

ইশান্ত শর্মা- ৫০ লাখ রুপি, দিল্লি ক্যাপিটালস

* ইশান্ত শর্মা ৫০ লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালসের

* ঝাই রিচার্ডসন দেড় কোটি রুপিতে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে

* জয়দেব উনাদকাটকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস কিনেছে ৫০ লাখ রুপিতে।

* ৭৫ লাখ রুপিতে নিলামে অংশ নেওয়া রিচ টপলিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনেছে ১ কোটি ৯০ লাখ রুপিতে।

* অবিক্রিত থেকেছেন ক্রিস জর্ডান।

তৃতীয় সেট (ক্যাপড উইকেটকিপার)

নিকোলাস পুরান- ১৬ কোটি রুপি, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

হেনরিখ ক্লাসেন- ৫.২৫ কোটি রুপি, সানরাইজার্স হায়দরাবাদ

ফিল সল্ট- ২ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস

* ফিল সল্ট দিল্লি ক্যাপিটালসের হয়েছেন ২ কোটি রুপি ভিত্তিমূল্যে।

* ইংল্যান্ডের উইকেটকিপার টম ব্যান্টন অবিক্রিত।

* দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন সোয়া ৫ কোটি রুপিতে বিক্রি হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের কাছে।

* দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের সঙ্গে লড়াই করে ১৬ কোটি রুপিতে নিকোলাস পুরানকে কিনলো লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ২ কোটি রুপিতে শুরু হয়েছিল তার দরদাম।

* তৃতীয় সেটে প্রথম ডাক পড়ে লিটন দাসকে নিয়ে। ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য ছিল তার। কিন্তু কেউ আগ্রহ দেখায়নি তাকে। সাকিব আল হাসানের মতো আরেক বাংলাদেশিও থেকে গেলেন অবিক্রিত।

দ্বিতীয় সেট (ক্যাপড অলরাউন্ডার)

সাকিব আল হাসান- অবিক্রিত

স্যাম কারান- ১৮.৫০ কোটি রুপি, পাঞ্জাব কিংস

ওডিন স্মিথ- ৫০ লাখ রুপি, গুজরাট টাইটান্স

সিকান্দার রাজা- ৫০ লাখ রুপি, পাঞ্জাব কিংস

জেসন হোল্ডার- ৫.৭৫ কোটি রুপি, রাজস্থান রয়্যালস

ক্যামেরন গ্রিন- ১৭.৫০ কোটি রুপি, মুম্বাই ইন্ডিয়ান্স

বেন স্টোকস- ১৬.২৫ কোটি রুপি, চেন্নাই সুপার কিংস

* ১৬ কোটি ২৫ লাখ রুপিতে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার বেন স্টোকসকে কিনলো চেন্নাই সুপার কিংস। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদের যুদ্ধ চলেছিল ১২ কোটি রুপি পর্যন্ত।

* ক্রিস মরিসকে পেছনে ফেলেছেন ক্যামেরন গ্রিন, তবে স্যাম কারানকে টপকাতে পারেননি। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার দ্বিতীয় সর্বোচ্চ দামী খেলোয়াড় হলেন। তাকে সাড়ে ১৭ কোটি রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

* সাড়ে ১৮ কোটি রুপিতে স্যাম কারানকে কেনার পর প্রথম হাঁকেই জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে নিজেদের করে নেয় পাঞ্জাব কিংস। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাকে কিনেছে দলটি। পরের ডাকে ক্যারিবিয়ান ওডিন স্মিথকে ৫০ লাখ  রুপি ভিত্তিমূল্যে কিনে নেয় গুজরাট টাইটান্স।  ২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে আসা জেসন হোল্ডারকে ৫ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস। 

* ২ কোটি রুপি ভিত্তিমূল্যের স্যাম কারানকে নিয়ে কাড়াকাড়ি হয়েছে। রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের লড়াইয়ে দাম বেড়ে দাঁড়ায় সাড়ে ১১ কোটি রুপিতে। মুম্বাই সরে গেলে যোগ দেয় চেন্নাই সুপার কিংস। তারা সোয়া ১৩ কোটি রুপি দাম হাঁকালে বের হয়ে যায় রাজস্থান। পাঞ্জাব কিংস যোগ দেয় লড়াইয়ে। আবার ফিরে এসে মুম্বাই ১৮ কোটি রুপি হাঁকালে পাঞ্জাব ইংলিশ অলরাউন্ডারকে কেনে সাড়ে ১৮ কোটি রুপিতে। ক্রিস মরিসকে (১৬ কোটি ২৫ লাখ রুপি) পেছনে ফেলে এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হলেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়।

* বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের ডাক পড়লে তাকে কেউ কেনার আগ্রহ দেখায়নি, অবিক্রিত থেকেছেন। তার ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি।

প্রথম সেট (ক্যাপড ব্যাটসম্যান)

কেন উইলিয়ামসন- ২ কোটি রুপি, গুজরাট টাইটান্স

হ্যারি ব্রুক- ১৩.২৫ কোটি রুপি, সানরাইজার্স হায়দরাবাদ

মায়াঙ্ক আগারওয়াল- ৮.২৫ কোটি রুপি, সানরাইজার্স হায়দরাবাদ

আজিঙ্কা রাহানে- ৫০ লাখ রুপি, চেন্নাই সুপার কিংস

জো রুট- অবিক্রিত

রাইলি রুসো- অবিক্রিত

* রাইলি রুসো ও জো রুটকেও কেউ কেনেনি। 

* পাঞ্জাব কিংস প্রথম ডাক হেঁকেছিল মায়াঙ্ক আগারওয়ালের জন্য। চেন্নাই সুপার কিংসও লড়াইয়ে নামে, কিন্তু ৮ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনেছে হায়দরাবাদ।

* নিলামে চেন্নাই ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে কিনেছে আজিঙ্কা রাহানেকে।

* পরের ডাকে সানরাইজার্স হায়দরাবাদ হ্যারি ব্রুককে কেনে ১৩ কোটি ২৫ লাখ রুপিতে। দেড় কোটি রুপি ছিল এই ইংলিশ ক্রিকেটারের ভিত্তিমূল্য। রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে লড়াইয়ে জিতে যায় হায়দরাবাদ।

* আইপিএল নিলামে প্রথম খেলোয়াড় হিসেবে বিক্রিত হলেন সানরাইজার্স হায়দরাবাদের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে কিনেছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।

আইপিএলের নিলাম শুরু

১৬তম আইপিএল খেলোয়াড় নিলাম বসেছে কোচিতে। শুক্রবার বাংলাদেশ সময় তিনটায় কোচির গ্র্যান্ড হায়াত হোটেলে এবারের খেলোয়াড়দের নিয়ে দর হাঁকাহাঁকি হচ্ছে ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে। এবার বাংলাদেশ থেকে নিলামে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস ও আফিফ হোসেন। সাকিব ছাড়া বাকি তিনজনের আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই। বাঁহাতি অলরাউন্ডারের ভিত্তিমূল্য দেড় কোটি ভারতীয় রুপি, বাকিদের ৫০ লাখ করে। দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে।

এবারের নিলামের জন্য নিবন্ধন করেন ৯৯১ জন ক্রিকেটার। তাদের মধ্যে থেকে ৪০৫ জন জায়গা পেয়েছেন এবারের নিলামে। এদের মধ্যে ভারতীয় ক্রিকেটার ২৭৩ জন, সহযোগী দেশের চারজনসহ বিদেশি ১৩২ জন। ১১৯ জন ক্যাপড, মানে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। বাকি ২৮৬ জন আনক্যাপড। ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ৮৭টি স্লট পূরণ করবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য ৩০টি।

১০ ফ্র্যাঞ্চাইজির রিটেইনড খেলোয়াড়

পাঞ্জাব কিংস: শিখর ধাওয়ান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপাকসে, প্রভসিমরান সিং, জিতেশ শর্মা, শাহরুখ খান, লিয়াম লিভিংস্টোন, হারপ্রীত ব্র্যাড, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, অথরওয়া তাজদে, কাগিসো রাবাদা, আরশদীপ সিং, রাহুল চাহার। , নাথান এলিস, বালতেজ সিং।

রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, দেবদত্ত পাডিকল, যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, রবি অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ কৃষ্ণ, ওবেদ ম্যাককয়, কুলদীপ সেন, কুলদীপ সেন। , নবদীপ সাইনি , কেসি কারিয়াপ্পা

গুজরাট টাইটানস: হার্দিক পান্ড্য (অধিনায়ক), শুভমান গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, সাই সুদর্শন, ঋদ্ধিমান সাহা, ম্যাথিউ ওয়েড, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া, বিজয় শঙ্কর, মহম্মদ শামি, আলজারি জোসেফ, যশ দয়াল, প্রদীপ সাংওয়ান , দর্শন নালকান্দে, জয়ন্ত যাদব, সাই কিশোর, নূর আহমেদ

দিল্লি ক্যাপিটালস: ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, যশ ধুল, রিপাল প্যাটেল, রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, ললিত যাদব, অ্যানরিচ নর্টজে, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিদি, চেতন সাকারিয়া, খলিল আহমেদ, প্রবীণ দুবে, কমলেশ নগরকোটি, ভিকি ওস্তওয়াল, আমান খান

কলকাতা নাইট রাইডার্স: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রাহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকুল রায়, আরিন সিং

চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ডেভন কনওয়ে, মঈন আলি, রুতুরাজ গায়কওয়াড়, শিবম দুবে, অম্বাতি রাইডু, ডোয়াইন প্রিটোরিয়াস, মহেশ থেকশানা, প্রশান্ত সোলাঙ্কি, দীপক চাহার, মুকেশ চৌধুরী, সিমারজিৎ সিং, তুষার দেশপান্ডে, রাজবর্ধন হাঙ্গারগেকর, মিচেল স্যান্টনার, মাথিশা পাথিরানা, শুভ্রাংশু সেনাপতি

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, মনন ভোহরা, আয়ুষ বাদোনি, দীপক হুডা, ক্রুনাল পান্ড্য, মার্কাস স্টয়নিস, কাইল মায়ার্স, করণ শর্মা, কে গৌথাম, আভেশ খান, মহসিন খান, রবি বিষ্ণোই, মার্ক উড, মায়াঙ্ক যাদব

সানরাইজার্স হায়দ্রাবাদ: রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, আবদুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, ওমরান মালিক, টি নটরাজন, কার্তিক ত্যাগী, ফজল হক ফারুকী

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, দীনেশ কার্তিক, মহিপাল লোমরর, ফিন অ্যালেন, রজত পাতিদার, অনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড উইলি, ওয়ানিন্দু হাসরাঙ্গা, শাহবাজ আহমেদ, সুয়শ প্রহুদেসাই, হারস প্যাটেল সিদ্ধার্থ কৌল, মহম্মদ সিরাজ, জশ হ্যাজেলউড এবং কর্ণ শর্মা

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিশান, ডিওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মা, ট্রিস্তান স্টাবস, রমনদীপ সিং, টিম ডেভিড, জাসপ্রিত বুমরাহ, জোফরা আর্চার, হৃতিক শোকিন, কুমার কার্তিকেয়া, জেসন বেহরেনডর্ফ, অর্জুন টেন্ডুলকার , আরশাদ খান, আকাশ মাধওয়াল

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়