ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হুদা-অক্ষরের ব্যাটে শ্রীলঙ্কাকে ১৬৩ রানের টার্গেট দিলো ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ৩ জানুয়ারি ২০২৩  
হুদা-অক্ষরের ব্যাটে শ্রীলঙ্কাকে ১৬৩ রানের টার্গেট দিলো ভারত

ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাতে শুরু হয়েছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। টস হেরে ভারত ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও শেষে দীপক হুদা ও অক্ষর প্যাটেলের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে। জিততে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে করতে হবে ১৬৩ রান।

ব্যাট করতে নেমে ২৭ রানের মাথায় শুভমান গিলের উইকেট হারায় ভারত। মাহিশ থিকসানার বলে ব্যক্তিগত ৭ রানে এলবিডব্লিউ হন তিনি। ৩৮ রানের মাথায় আউট হন বিস্ফোরক ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। তিনি ১০ বলে ১ চারে ৭ রান করে চামিকা করুণারত্নের বলে ভানুকা রাজাপাকসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

৪৬ রানের মাথায় সঞ্জু স্যামসন ৫ রান করে ধনঞ্জয়া ডি সিলভার বলে আউট হলে কিছুটা বিপাকে পড়ে ভারত। সেখান থেকে ইশান কিষান ও হার্দিক পান্ডিয়া হাল ধরেন। ৭৭ রানের মাথায় কিষানও আউট হন। তিনি ৩টি চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন।

৯৪ রানের মাথায় মারমুখী হয়ে ওঠা হার্দিক পান্ডিয়াকে উইকেটের পেছনে কুশাল মেন্ডিসের তালুবন্দি করে ফেরান দিলশান মাদুশঙ্ক।

সেখান থেকে দীপক ও অক্ষর ৩৫ বলে ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ভালো সংগ্রহ এনে দেন।

দীপক ২৩ বলে ১টি চার ও ৪ ছক্কায় ৪১ রানে ও অক্ষর ২০ বলে ৩টি চার ও ১ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন। তাতে ভারত ৫ উইকেট হারিয়ে ১৬২ রানের লড়াকু সংগ্রহ পায়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়