ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘তাহলে সেভেন স্টার হোটেল খুঁজতে হবে’

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ২৭ জানুয়ারি ২০২৩  
‘তাহলে সেভেন স্টার হোটেল খুঁজতে হবে’

আবাসন সুবিধা আন্তর্জাতিক মানের না হওয়ায় সিলেটে বড় দল নিয়ে আন্তর্জাতিক ম‌্যাচ আয়োজন করা কঠিন হয়ে যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন‌্য। ফলে নয়নাভিরাম সিলেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম‌্যাচ আয়োজনের জন‌্য বিসিবির পছন্দ করতে হতো জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোকে। 

সামনে আয়ারল‌্যান্ড সফর করবে বাংলাদেশে। সিলেটে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম‌্যাচ। অথচ আয়ারল‌্যান্ডের আগে ইংল‌্যান্ডও আসবে বাংলাদেশে। কিন্তু ইংল‌্যান্ড সিরিজের ম‌্যাচ আয়োজন হবে ঢাকা ও চট্টগ্রামে। সিলেটের আবাসন সমস‌্যা দূর হয়েছে। স্টেডিয়ামের ঠিক কাছেই গড়ে হোটেল গ্রান্ড সিলেট। যা পাঁচ তারকা হোটেলের সেবা নিশ্চিত করছে। এই হোটেল নির্মাণের পর মেয়েদের এশিয়া কাপ আয়োজন করা হয়েছে নির্বিগ্নে। এরপর ভারত ‘এ’ দলকে আতিথেয়তা দিয়েছিল চার দিনের ম‌্যাচে।

সফলভাবে এসব খেলা আয়োজন করায় স্থানীয় সংগঠকরা বড় দলের ম‌্যাচ আয়োজনের জোর দাবি জানাচ্ছে। সঙ্গে ইংল‌্যান্ড সিরিজের ম‌্যাচ না পাওয়ায় আক্ষেপও ঝরল। সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হয়ে বিসিবির পরিচালক হয়েছেন শফিউল আলম নাদেল। বিপিএল ম‌্যাচ চলাকালীন গণমাধ‌্যমে তিনি বলেছেন,‘আশাহত হয়েছি। ইংল্যান্ড ট্যুরটি আমরা পাইনি। (ইংল্যান্ড এখানে) খেলবে না আমি বলি নাই। এটা যিনি বলেছেন, তিনি জানেন। আমি মনে করি ইংল্যান্ডের সঙ্গে সিলেটের যে সম্পর্কটা এবং ইংল্যান্ড দলে যারা খেলেন, তাদের কিন্তু সিলেটের প্রতি... সিলেটে খেলার ব্যাপারে আগ্রহ আছে। এখানে যে ফ্যাসিলিটি আছে সেটা তো অন্য জায়গায় এভাবে নেই। তারা আসতে চাইবে না, এটা আমি জানি না আসলে।’

খুব আক্ষেপ করেই তিনি বলেছেন,‘এখন হয়তো আমাদের সেভেন স্টার খুঁজতে হবে। ফাইভ স্টার তো হয়ে গেছে।’

বিপিএলের প্রথম ম‌্যাচে সিলেটের গ‌্যালারি ছিল হাউসফুল। রীতিমত উৎসবের আবহ গোটা শহরে। সিলেট স্ট্রাইকার্স দিনের প্রথম ম‌্যাচ খেলায় দর্শকদের আগ্রহও ছিল তুঙ্গে। ১৮ হাজার ধারণক্ষমতা সম্পন্ন গ‌্যালারি ছিল টইটুম্বুর। দর্শকদের এমন উন্মাদনা দেখা যায় জাতীয় দলের খেলাতেও। দর্শকদের কথা বিবেচনা করে হলেও বড় দলের আন্তর্জাতিক ম‌্যাচের দাবি করেছেন শফিউল আলম।

‘সিলেটে তো শুধু বিপিএল নয়, যেকোনো ক্রিকেটের আসর যখন বসে, দর্শকে মাঠ ভরপুর থাকে। সেটা আপনারাও দেখেছেন। এবার আমরা চার দিনে আটটা ম্যাচ পেয়েছি।... আমি মনে করি, আমাদের এই ভেন্যু সুযোগ-সুবিধা, সৌন্দর্য সব কিছু নিয়ে যে জায়গায় এসেছে, আগামী দিনে আমরা আরও টুর্নামেন্ট পাব, সেই প্রত্যাশা সব সময়ই করি।’

‘আয়ারল্যান্ড সফর এখানে হবে।  আবাসনসহ আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটি এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল। ইতোমধ্যে এই সীমাবদ্ধতাগুলো অতিক্রম করে আমরা অনেকখানি এগিয়ে গিয়েছি। আমি আশা করি, আগামী দিনে যারা এই খেলাগুলোর ফিক্সচার ও সময়সূচি নির্ধারণ করবেন, ভেন্যু নির্ধারণ করবেন, তারা আরেকটু সদয় হবেন। আরেকটু সুবিবেচক হয়ে তারা সিলেটের দর্শকদের এবং আপনাদের চাহিদা পূরণ করতে তারা এগিয়ে আসবেন।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়