ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপ জিতে সরকারি চাকরি পাচ্ছেন ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১১ জুলাই ২০২৪  
বিশ্বকাপ জিতে সরকারি চাকরি পাচ্ছেন ভারতীয় ক্রিকেটার

দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতেছে ভারত। ক্রিকেটাররা পাচ্ছেন বীরের সম্মান। স্বপ্ন জয়ের সারথীদের পুরস্কৃত করছে বিভিন্ন রাজ্যের সরকার। তারই ধারাবাহিকতায় এবার সরকারি চাকরি ও জমি পাচ্ছেন জাতীয় দলের পেসার মোহাম্মদ সিরাজ। খবর ইন্ডিয়া টু ডে’র।

সিরাজ বর্তমানে হায়দরাবাদ শহরে বসবাস করলেও তার আদি নিবাস একই শহরের তেলেঙ্গানা রাজ্যে। দেশকে বিশ্বকাপ জেতানোয় রাজ্য সরকার এই পেসারকে সরকারি চাকরি ও সরকারের তরফ থেকে জমি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে।

আরো পড়ুন:

দলের সঙ্গে বিশ্বকাপ জয় উদযাপন করার পর নিজ এলাকায় ফিরেই রাজকীয় সংবর্ধনা পেয়েছেন সিরাজ। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বাসভবনে সিরাজকে দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে এই সংবর্ধনা। শুধু সংবর্ধনাই নয়, তাকে নানান পুরস্কারও দেওয়া হচ্ছে।

বিশ্বকাপ জয় যে কোনো ক্রিকেটারের জন্যেই গর্বের ব্যাপার। সেই সঙ্গে নিজের জন্মস্থানকেও গর্বিত করার মতো ব্যাপার। সংবর্ধনা অনুষ্ঠানে এই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘সিরাজ গোটা দেশকে গর্বিত করেছে। আমাদের তেলেঙ্গানা রাজ্যের জন্যও এটা গর্বের ব্যাপার।’

জানা গেছে, হায়দরাবাদ শহর বা আশেপাশের কোনো এলাকার একটি জমি সিরাজকে উপহার দেওয়া হবে। সেই সাথে পাবেন একটি সরকারি চাকরি। ভারতের ক্রিকেটাররা জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর পেনশন পেলেও এই চাকরি আরও নিশ্চিন্ত করবে ভবিষ্যৎ।

বিশ্বকাপে বল হাতে দারুণ পারফর্ম্যান্স করেছেন সিরাজ। ম্যাচ খেলেছেন চারটি। তাতে বোলিং করেছেন দুর্দান্ত। বাংলাদেশের বিপক্ষে ১৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রান নেন আরও একটি। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে উইকেট না পেলেও করেছেন ভালো বোলিং।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়