ঢাকা     মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৮ ১৪৩১

‘প্রাণের ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক’ শরিফুল-তাওহীদের পোস্ট 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ১৬ জুলাই ২০২৪   আপডেট: ১৯:২৩, ১৬ জুলাই ২০২৪
‘প্রাণের ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক’ শরিফুল-তাওহীদের পোস্ট 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান তাওহীদ হৃদয় এবং পেস বোলার শরিফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্যান্য ক্যাম্পাসে গতকাল থেকে চলমান সংঘর্ষে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগপ্রবণ পোস্ট করেছেন। 

কোটা সংস্কার আন্দোলন চলছে দেশজুড়ে। গতকাল থেকে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তাল। মুখোমুখি অবস্থান করছেন বাংলাদেশ ছাত্রলীগ এবং কোটাবিরোধী শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগের বিরুদ্ধে  আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এখন পর্যন্ত দেশে এ ঘটনায় ৫ জন নিহত এবং বহু হতাহতের সংবাদ পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন  জাতীয় দলের দুই ক্রিকেটার। তাওহীদ হৃদয় ফেসবুকে লিখেছেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি… আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’ 

শরিফুল ইসলাম ফেসুবকে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর  রক্ত ঝরুক।’ 

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে দুজনই আছেন শ্রীলঙ্কায়। তাদের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।

ইয়াসিন/তারা


সর্বশেষ

পাঠকপ্রিয়