ঢাকা     বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩১ ১৪৩১

মদ্রিচ জেতালেন ক্রোয়েশিয়াকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৬:৫৮, ৯ সেপ্টেম্বর ২০২৪
মদ্রিচ জেতালেন ক্রোয়েশিয়াকে

উয়েফা নেশন্স লিগের ‘এ১’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। অভিজ্ঞ লুকা মদ্রিচের একমাত্র গোলে রোববার দিবাগত রাতে তারা ১-০ ব্যবধানে হারিয়েছে পোল্যান্ডকে। দ্বিতীয় ম্যাচে এটি তাদের প্রথম জয়। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে ক্রোয়াটরা।

পোল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ক্রোয়েশিয়া। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় তারা। এ সময় ডি বক্সের ঠিক সামনে ফ্রি কিক পায় ক্রোয়েশিয়া। আর ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে নেন ৩৯ বছরে পা দেওয়া মদ্রিচ।

বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে রিয়াল তারকা মদ্রিচের গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়।

আরো পড়ুন:

নেশন্স লিগের প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল ক্রোয়েশিয়া। তৃতীয় ম্যাচে আগামী মাসে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মদ্রিচ-কোভাসিচরা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়