ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টিভিতে দেখা যাবে ঢাকা প্রিমিয়ার লিগ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২২ অক্টোবর ২০২৪   আপডেট: ১৭:০১, ২২ অক্টোবর ২০২৪
টিভিতে দেখা যাবে ঢাকা প্রিমিয়ার লিগ 

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিসিএল) সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে। এতদিন ধরে ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মঙ্গলবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা। ঢাকার প্রথম থেকে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের স্পন্সরশিপ ঘোষণা অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে ফাহিম সরাসরি সম্প্রচারের কথা জানান।

আরো পড়ুন:

‘আমরা এটা (লাইভ সম্প্রচার) নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছি। কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। এবার ঢাকা প্রিমিয়ার লিগ সরাসরি সম্প্রচারে যাচ্ছি। টিভিতে লাইভ দেখানো হবে।’

ঢাকা লিগে একসঙ্গে একাধিক ম্যাচ হয়ে থাকে। এ ক্ষেত্রে একটি ম্যাচ টিভি সম্প্রচার করা হবে। আর বাকিগুলো দেখানো হবে ইউটিউবে। বর্তমানে ইউটিউবে সম্প্রচারের মান ভালো না হলেও এবার টিভি সম্প্রচারের মতোই ইউটিউবে ভালো মানের সম্প্রচার করা হবে। এমনটাই জানিয়েছেন ফাহিম।

‘তবে একটা চ্যানেল তো আর ৪টি ম্যাচ দেখাতে পারবে না একসঙ্গে। সেক্ষেত্রে বাকি ৩টি ম্যাচ আমরা লাইভ স্ট্রিমিং করবো। তবে ব্রডকাস্টিংয়ের মান একই (টিভির মতোই) থাকবে।’

রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়