ঢাকা     শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩১

সাইফউদ্দিনের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:২৯, ২ নভেম্বর ২০২৪
সাইফউদ্দিনের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

হংকং সুপার সিক্সেসে প্রথম ম্যাচে ওমানকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। তাও উঠেছিল কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৮ রানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিলো ইয়াসির আলীর দল।

শনিবার (২ নভেম্বর) কোয়ার্টার ফাইনালে আগে ব্যাট করে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১১১ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে মাত্র ৯ বলে ৫টি ছক্কা ও একটি চারে সর্বোচ্চ ৩৬ রান করেন সাইফউদ্দিন। জবাব দিতে নেমে ৩.২ ওভার শেষে আরব আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৪৩ রান। এরপর আলোকস্বল্পতা দেখা দেওয়ায় আর খেলা হয়নি। ফলে জিতে যায় বাংলাদেশ

ব্যাট করতে নেমে আরব আমিরাতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের শুরুর দিকে রান তুলতেই হাঁসফাঁস খেয়েছে বাংলাদেশ। তবে আব্দুল্লাহ আল মামুনের ১১ বলে ৩১, জিসানের ১৭ বলে ৩৪ আর সাইফউদ্দিনের ৩৬ রানে ভর করে লড়াকু পুঁজি পায় ইয়াসির আলীর দল। জিসানের ইনিংসে ছিল ৩ টি করে ছক্কা ও চারের মার।

আরো পড়ুন:

বাংলাদেশের রান তাড়ায় নেমে শুরুতেই সাইফউদ্দিনের বলে বোল্ড হন আসিফ খান। সেই ওভারেই নিজের শেষ বলে মুহাম্মাদ জুহাইবকে লেগ বিফোর উইকেট বানিয়ে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন সাইফউদ্দিন। আমিরাতের ৩ উইকেটের মধ্যে দুটি শিকার ধরে বাংলাদেশের সেরা বোলারু সাইফউদ্দিন।

আগামী কাল রোববার (৩ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। অন্য কোয়ার্টার ফাইনালে নেপালকে ৪০ রানে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে শ্রীলঙ্কা। ফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের জন্য প্রতিশোধেরও। কোয়ার্টারে ওঠার লড়াইয়েই যে শ্রীলঙ্কার কাছেই হেরেছে টাইগাররা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়