ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩১

মুম্বাইয়ে চালকের আসনে ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ২ নভেম্বর ২০২৪  
মুম্বাইয়ে চালকের আসনে ভারত

প্রথম দিনের শেষ বিকেলটা যত খারাপ গেছে, দ্বিতীয় দিনের শেষটা ততোটাই ভালো হয়ে ফিরে এলো ভারতের জন্য। মুম্বাই টেস্টে ম্যাচের নাটাই নিজেদের হাতে রেখেছে রোহিত শর্মার দল। ঋষভ পন্ত ও শুভমান গিলের ফিফটির সঙ্গে শেষ বিকেলে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার বোলিংয়ে লিডের পর ম্যাচের নিয়ন্ত্রণও পেয়ে গেল ভারত।

প্রথম ইনিংসে ২৬৩ রানে গুটিয়ে গেলেও ২৮ রানের লিড পায় ভারত। নিউ জিল্যান্ড দ্বিতীয় দিন খেলা শেষ করে ৯ উইকেটে ১৭১ রান নিয়ে। ১ উইকেট হাতে নিয়ে কেবল ১৪৩ রানে এগিয়ে আছে তারা। তাতে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যেতে পারে আগামীকাল।

দ্বিতীয় দিনে সকালে ব্যাট করতে নামেন শুভমান গিল ও পন্ত। দুজন মিলে দলকে বিপদ কাটিয়ে এগিয়ে নিয়ে যান। নিরাপদে রেখে তবেই বিদায় নিয়েছেন তারা। ৭ চার ও এক ছক্কায় ১৪৬ বলে ৯০ রানের ইনিংস খেলেন গিল। পন্ত ৫৯ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৬০ রান। ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৮ রানে অপরাজিত রয়ে যান ওয়াশিংটন।

আরো পড়ুন:

৫ উইকেট নিয়ে ভারতের লিড বড় হতে দেননি বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনারদের তোপের মুখে পড়ে নিউ জিল্যান্ড। মূল ধাক্কাটা দিয়েছেন প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া জাদেজা। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তার শিকার ৪টি, অশ্বিন নিয়েছেন ৩টি।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ২৩৫
ভারত ১ম ইনিংস: ৫৯.৪ ওভারে ২৬৩
নিউ জিল্যান্ড ২য় ইনিংস: ৪৩.৩ ওভারে ১৭১/৯

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়