ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

ওয়ালটন-কোয়াব টাঙ্গাইল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪

আরামবাগ ও টাঙ্গাইল ইউনিকের জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ৫ নভেম্বর ২০২৪  
আরামবাগ ও টাঙ্গাইল ইউনিকের জয়

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব), টাঙ্গাইল এর আয়োজনে চলছে ‘ওয়ালটন-কোয়াব টাঙ্গাইল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪।’

আজ‌ মঙ্গলবার (০৫ নভেম্বর) টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মুখোমুখি হয় আরামবাগ ক্লাব ও টাঙ্গাইল টাইগার্স। আরামবাগ আগে ব্যাট করে ২০ ওভারে ১৫১ রান তোলে। জবাবে টাঙ্গাইল টাইগার্স ১৪৫ রান করতে পারে। ৬ রানের জয়ের ম্যাচে ম্যাচসেরা হন আরামবাগের স্বজল।

দিনের অপর ম্যাচে লড়ে স্পোর্টিং ক্লাব ও টাঙ্গাইল ইউনিক ক্লাব। স্পোর্টিং ক্লাব আগে ব্যাট করে ১৪৮ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে ১৫০ রান তুলে জয় নিশ্চিত করে ইউনিক ক্লাব। ম্যাচসেরা হন তাদের রিজান।

আরো পড়ুন:

দুই গ্রুপে আটটি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা চলবে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়