ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪

ক্যারম পুরুষ এককে সাঈদ শিপন চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ৬ নভেম্বর ২০২৪  
ক্যারম পুরুষ এককে সাঈদ শিপন চ্যাম্পিয়ন

‘ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৪’ এর পুরুষ ক্যারম এককে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন জাগো নিউজের সাঈদ শিপন। এ নিয়ে তিনি মোট চারবার ক্যারম এককে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রথমবারের মতো রানারআপ হয়েছেন মনিরুল ইসলাম রোহান।

আজ বুধবার (০৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র ক্রীড়াকক্ষে প্রতিযোগিতার ফাইনাল খেলায় সাঈদ শিপন সরাসরি ২-০ গেমে পরাজিত করেন দৈনিক নয়া দিগন্তের মনিরুল ইসলাম রোহানকে। প্রথম গেমে অবশ্য লড়াই হয় সেয়ানে-সেয়ানে। শুরুতে মনিরুল ইসলাম রোহান বেশ এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৩০-২৩ পয়েন্টে হেরে যান। তবে দ্বিতীয় গেমে রোহানকে দাঁড়াতেই দেননি শিপন। ৩৩-০০ পয়েন্টে জিতে নেন দ্বিতীয় গেমটি। এই ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেছেন ঢাকা পোস্টের জসিম উদ্দিন।

প্রতিযোগিতা উপভোগ করেন ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, অর্থ সম্পাদক জাকির হুসাইন, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কাযনির্বাহী সদস্য সাঈদ শিপন, রফিক মৃধা, শরীফুল ইসলাম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ডিরেক্টর ইমরান আল বারী, মো. সাজ্জাদ হোসেন এবং ডিআরইউ’র সাবেক নেতৃবৃন্দ ও সিনিয়র সদস্যগণ।

আরো পড়ুন:

পুরুষদের ক্যারম এককের ফাইনালের মধ্যদিয়ে আজ শেষ হলো ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উতসব-২০২৪ এর সকল ইভেন্ট সমূহ।

৭ পয়েন্ট পেয়ে স্পোর্টস উইমেন অব দ্যা ইয়ার হয়েছেন দৈনিক সমকালের সাজিদা ইসলাম পারুল। ৭ পয়েন্ট পেয়ে স্পোর্টস ম্যান অব দ্যা ইয়ার হয়েছেন ইন্ডিপেডেন্ট টিভির মাজহারুল ইসলাম মিথুন। প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদ হিসেবে তাদের আর্থিক পুরস্কার প্রদান করা হবে।

এবারের আয়োজনে পুরুষ সদস্যদের জন্য ১০টি ইভেন্ট ছিল। সেগুলো হলো— দাবা, ক্যারম (একক), অকশন ব্রিজ, কলব্রিজ, রামি, অ্যাথলেটিকস (২০০ মিটার), গোলক নিক্ষেপ, সাঁতার, আর্চারি ও শ্যুটিং। নারী সদস্যদের জন্য ছিল ৫টি ইভেন্ট। সেগুলো হলো- অ্যাথলেটিকস (১০০ মিটার), ক্যারম (একক), লুডু, শ্যুটিং ও সাঁতার।

এই আয়োজনের সহযোগিতায় রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়