ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে তামিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:১২, ১৪ নভেম্বর ২০২৪
গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে তামিম

দাবাড়ু গ্র‌্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে হারানোর পর তার পরিবার নানা সংকটে দিন কাটাচ্ছিল। একমাত্র ছেলে তাহসিনকে নিয়ে বেশ কষ্টেই দিন যাচ্ছে স্ত্রী লাবণ‌্যর। গতকাল জিয়ার পরিবরের খবর গণমাধ‌্যমে উঠে আসে। তা নজরে যায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। নিজে ব‌্যক্তিগতভাবে যোগাযোগ করে জিয়া পরিবরের পাশে থাকার আশ্বাস দেন।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তার স্ত্রী ও সন্তানকে ডেকে নেন মিরপুর হোম অব ক্রিকেটে। সেখানে জিয়ার পরিবারের হাতে পাঁচ লাখ টাকা তুলে দেন তামিম। তার সঙ্গে দেখা ও দীর্ঘক্ষণ আলাপের পর জিয়ার স্ত্রী লাবণ‌্য বলেছেন, ‘উনি আমার সঙ্গে কথা বললেন, তিনি তো আসলে বাংলাদেশে ক্রিকেট জগতের ভালো একজন খেলোয়াড়। সবসময় আমরা তাকে পছন্দ করি। আমার ছেলের ব্যাপারে কথা বললো। জিয়াকে সম্মান করলো। আমার ছেলের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছে।’

তিনি আরো যোগ করেন, ‘আপনাদের কাছে আমি সবসময় বলেছি আমার ছেলেকে নিয়ে সামনে আগানো দরকার। এটার জন্য সম্মিলিত সাহায্য দরকার। সবাই যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় সবকিছু ভালো হবে।’

তামিমের সঙ্গে সাক্ষাৎ করে দারুণ খুশি তাহসিন, ‘উনি তো অনেক বড় একজন ক্রিকেটার বাংলাদেশের। উনার সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে। উনি অনেক পরামর্শ দিলো জীবনের ব্যাপারে। এটা অনেক বড় অনুপ্রেরণা ছিল। উনি বললো দাবার সঙ্গে পড়াশোনাও চালিয়ে যেতে।’

ভবিষ‌্যতেও যেকোনো প্রয়োজনে তামিম জিয়ার পরিবারের পাশে থাকবেন বলে জানিয়েছেন লাবণ‌্য। জিয়ার ছেলে তাহসিন ফিদে মাস্টার। তিনি সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী তাহসিনকে পরবর্তী টুর্নামেন্টের জন‌্য স্পন্সর করার আগ্রহ প্রকাশ করেছেন।

ঢাকা/ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়