ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিলেটের দুই ল্যাবে আরও ১৮৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৯, ১০ এপ্রিল ২০২১  
সিলেটের দুই ল্যাবে আরও ১৮৮ জনের করোনা শনাক্ত

সিলেটের দুটি আরটি-পিসিআর ল্যাবে শুক্রবার (৯ এপ্রিল) নতুন করে আরও ১৮৮ জনের কোভিট-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ১৩৩ জন, সুনামগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ৩৬ জন এবং হবিগঞ্জ জেলার ১১ জন বাসিন্দা রয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাব ইনচার্জ ড. হাম্মাদুল হক জানান, ‘শুক্রবার শাবির ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ১০১ জন সিলেট জেলার, ৩৩ জন মৌলভীবাজার জেলার, ৪ জন সুনামগঞ্জ জেলার এবং ১০ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা।’

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ‘ওসমানীর পিসিআর ল্যাবে শুক্রবার ৪০ জনের করোনা পজিটিভ আসে। নতুন শনাক্তদের মধ্যে ৩২ জন সিলেট জেলার, ৪ জন সুনামগঞ্জ জেলার, ১ জন হবিগঞ্জের এবং ৩ জন মৌলভীবাজারের বাসিন্দা।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের ৫ এপ্রিল সিলেট জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। আর ১৫ এপ্রিল প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। নতুন করে শনাক্ত হওয়া ১৮৮ জনসহ এ পর্যন্ত সবমিলিয়ে পুরো বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫২৩ জনে দাঁড়িয়েছে। শনাক্তদের মধ্যে মারা গেছেন ২৯৮ জন। আর সুস্থ হয়েছেন  ১৬ হাজার ৬৫০ জন।

নোমান/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়