ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিলেটে ঈদের দিনে করোনায় মৃত্যু নেই, শনাক্তও কম

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১৫ মে ২০২১  
সিলেটে ঈদের দিনে করোনায় মৃত্যু নেই, শনাক্তও কম

ঈদুল ফিতরের দিন সিলেট বিভাগের চার জেলায় করোনায় কোনো মৃত্যু ঘটেনি। এদিন নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ১৪ জনের দেহে। যা অন্য দিনের তুলনায় খুবই কম। এছাড়া সুস্থ হয়েছেন ১৮ জন।

শনিবার (১৫ মে) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ বিভাগের চার জেলায় করোনায় কোনো মৃত্যু নেই। বিভাগে সবমিলিয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ৩৭৭ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০২ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৯ জন। এ পর্যন্ত বিভাগের চার জেলায় সবমিলিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪৫৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৩৩৭ জন।

বর্তমানে বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ১৭৪ জন। বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

নোমান/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়