ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আজমিরীগঞ্জে দিগুণ ভাড়ায় যাত্রী বহন করায় জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৫, ১৮ মে ২০২১  
আজমিরীগঞ্জে দিগুণ ভাড়ায় যাত্রী বহন করায় জরিমানা

সরকারি আদেশ অমান্য করে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থেকে ঢাকাগামী দূর পাল্লার একটি বাস স্বাস্থ্যবিধি না মেনে দ্বিগুণ ভাড়ায় যাত্রী বহন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ মে) দিবাগত রাত ১০টায় এসব তথ্য নিশ্চিত করেন উপজেলাা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মতিউর রহমান খান।

এর আগে রাত ৮টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাসের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ওই পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সাথে যাত্রীদের টিকেটের টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেয়া হয়। অভিযানে এসআই লিটন চন্দ্র ঘোষের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস।

মামুন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়