Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৮ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১৩ ১৪২৮ ||  ১৬ জিলহজ ১৪৪২

সুনামগঞ্জে ৪ লাখ শিশুর ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৪ জুন ২০২১  
সুনামগঞ্জে ৪ লাখ শিশুর ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে সুনামগঞ্জ জেলার প্রায় ৪ লাখ শিশুর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  

জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, অন্য বছর একদিনে এ ক্যাম্পেইন করা হতো কিন্তু মহামারি করোনাভাইরাসজনিত কারণে এবার পক্ষকালব্যাপী করা হবে এবং ক্যাম্পেইন পরবর্তী আরও চারদিন এই কর্মসূচি চলবে। 

তিনি জানান, এ কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৪ হাজার ৩৮৪টি ও ১২ থেকে ৫৯ মাসের ৩ লাখ ৫১ হাজার ৫৩৯টি অর্থাৎ মোট ৩ লাখ ৯৫ হাজার ৯২৩টি শিশুর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

৫-১৯ জুন পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। 

শুক্রবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ ইপিআই ভবন কনফারেন্স রুমে সিভিল সার্জন অফিসের আয়োজনে জেলা সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতির বক্তব্যে এ সব কথা জানান সিভিল সার্জন। 

কর্মশালায় আরও বক্তব্য রাখেন, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী প্রমূখ। এ সময় জেলার প্রিন্ট এবং ইলেট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাবাদিকরা উপস্থিত ছিলেন।
 

আমিন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়