ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শ্রীমঙ্গল পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মধু জয়ী

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ২৮ নভেম্বর ২০২১  
শ্রীমঙ্গল পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মধু জয়ী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু। রোববার (২৮ নভেম্বর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মহসিন মিয়া মধু নারিকেল গাছ প্রতীকে ৫ হাজার ৯৮৯ ভোট পেয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনসুরুল হক পেয়েছেন ৫ হাজার ৫৩২ ভোট। 

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টায় পর্যন্ত। এবার প্রথম শ্রীমঙ্গল পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ করা হয়। এ পৌরসভায় একজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৮টি সাধারণ কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ভোট হয়। 

মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। শ্রীমঙ্গল পৌরসভার ৯ ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্র। মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯৪ জন।

২০১১ সালের ১৮ জানুয়ারি এ পৌরসভার প্রথম ভোট হয়। সেখানেও মেয়র নির্বাচিত হন মহসিন মিয়া মধু। ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি মেয়াদপূর্ণ হয়। তবে নানা আইনি জটিলতার কারণে আর নির্বাচন হয়নি। প্রায় ১১ বছর পর এ পৌরসভার নির্বাচন হলো। এ ১১ বছর মেয়রের দায়িত্বে ছিলেন মহসিন মিয়া মধু।
 

সাইফুল্লাহ/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়