ঢাকা     বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৭ ১৪৩১

মৌলভীবাজারে বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ২৮ জুলাই ২০২৪  
মৌলভীবাজারে বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

মৌলভীবাজারে সরকারি বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। রোববার (২৮ জুলাই) সকালে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কমুদপুর গ্রামের মনর মিয়া এবং লেবাস মিয়া নিজেদের পক্ষের লোকজন ও দেশীয় অস্ত্র নিয়ে বিল দখলে গেলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে, তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

হামিদ/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়