সুনামগঞ্জে হাওরে নৌকাডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে সিদ্দিকা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাখিমারা হাওরে নৌকাডুবির এ ঘটনা ঘটে। সিদ্দিকা সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকান্দারপুর গ্রামের রুকনুজ্জামানের মেয়ে।
এলাকাবাসী জানায়, দিরাই উপজেলার হোসেনপুর বাজার থেকে ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেই নৌকায় ফুফুর সাথে আত্মীয় বাড়িতে যাচ্ছিল সিদ্দিকা। সকাল ১১টার দিকে পূর্ব বীরগাঁও ইউনিয়নের হালদিঘা বিলের দক্ষিণ পাশে পাখিমারা হাওরে পৌঁছামাত্র ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে পানিতে ডুবে সিদ্দিকার মৃত্যু হয়। নৌকায় থাকা লোকজনসহ হাওরের লোকজন সিদ্দিকাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু সিদ্দিকার মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, ‘নৌকাডুবির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। বিস্তারিত পরে জানানো হবে।’
মনোয়ার/সনি