ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গাজীপুরে বর্ষাজলে হিজল ছায়ায় 

গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ৫ জুলাই ২০২২  
গাজীপুরে বর্ষাজলে হিজল ছায়ায় 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা। এই গ্রামের উন্মুক্ত জলাশয়ের পাশে হিজল গাছের সারিতে মুগ্ধ ভ্রমণপ্রিয় মানুষ। এই সৌন্দর্য দেখতে দূর থেকে অনেকেই আসছেন।  

হিজল মাটি ও মানুষের সঙ্গে মিশে যাওয়া এমন এক বৃক্ষ যা এড়িয়ে যাওয়া কঠিন। কবি জীবনানন্দ দাশের কবিতায় বহুবার ফুটে উঠেছে হিজলের কথা।

স্থানীয়রা জানান, গ্রামের আশপাশে এক সময় অনেক হিজল গাছ ছিল। এখন কমে গেছে। তবে গাছগুলো কবে রোপণ করা হয়েছে, কে করেছে জানা যায় না। তবে গত কয়েক বছর ধরে জায়গাটির নাম ছড়িয়ে পড়ায় মানুষ হিজল গাছের সৌন্দর্য উপভোগ করতে আসছে। তারা নৌকা ভাড়া করে জলাশয়ে ঘুরে বেড়ায়। অনেকে পানিতে নেমে গোসল করে। 

স্থানীয় শিক্ষক সোহরাব চৌধুরী বলেন, প্রায় ১৫ মিটার লম্বা হতে পারে হিজল গাছ। গাছ ধীরগতিতে বেড়ে ওঠে। শোভাবর্ধন, ছায়া প্রদানকারী, বন্যপ্রাণীর আবাস এবং জলাশয়ের মাছের আশ্রয়ের জন্য হিজল উপকারী।

বেড়াতে আসা শিক্ষার্থী মাসুদ রানা বলেন, এখানে ঘুরতে এসে হিজলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। কবি নজরুলের সেই বিখ্যাত লেখাটি মনে পড়ে গেল- 'হিজল বিছানো বন পথ দিয়া রাঙায়ে চরণ আসিবে গো প্রিয়া'।
 

রেজাউল/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়