RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৮ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৪ ১৪২৭ ||  ০৩ জমাদিউস সানি ১৪৪২

আসলাম অরণ্য-এর কবিতা

আসলাম অরণ্য || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসলাম অরণ্য-এর কবিতা

রাইজিংবিডি২৪.কম:

১.পথ হারিয়ে হাতরে বেড়াই পথ
একই জায়গায় ঘুরে বেড়াই
খুব দূরে যাই না হারাবার ভয়ে!
হারানো তো এতো সোজা না!

চাইলেই তুমি হারিয়ে যাবে?

যতটা সহজ খুজেঁ বের করা
তার’চে কঠিন ডুব মারা!

২.

ব্যাপারটা মন্দ নয়, পদোন্নতি
যখন ছিলে আমার রাণী, বলতো লোকে চাকরাণী!
হয়েছ রাজার দাসী, এখন লোকে বলে মহারাণী।

৩.

পেছনের বারান্দা’টা একদম গৃহস্থালি
টানা দড়িতে ঝুলতে থাকে পাজামা-জায়নামাজ-অর্ন্তবাস!
টবসহ কয়েকটা গাছ দুপুর’কে করে দিলো সুনসান নীরব।
আর তুমি আমার দুপুর’টাকে বিরান করে দিয়ে দিচ্ছো ঘুম!

আর ঐ শূন্য বারান্দায় বেড়ে উঠছে আমার গৃহস্থালি স্বপ্ন।

৪.

ত্রিভূজ প্রেমের গল্প ভালো! ভালোবাসা তাতে কিছুটা পবিত্র
পরকীয়ায় আবার লণ্ডভণ্ড প্রেমের ভূগোল।

দৈনন্দিন প্রেম শেয়ার বাজার!

৫.

তোকে লুকিয়ে আমি আর আমাকে লুকিয়ে তুই
কেন বুঝিস না, কিচ্ছু যায় আসে না কৌণিক দূরত্বে।

যোগ করে দে সই, তুই আর আমি দুই!

৬.

লোভ আর লাভে বোনা আমাদের প্রেম।
ভালোবাসাই যেখানে সস্তা, একটি চুমুর আর কি দাম বলো?

 

৭.

বাসিয়া ভালো হইলাম লখিন্দর
বিষে হইলো নীল... আমার গতর!

কে জানিতো হায়!
বেহুলা শুধুই কিচ্ছা... নিশির স্বপন।

একা একা ভাসি এখন ঘাঙুরের জলে......

৮.

শোন মেয়ে, অভিমানেই যদি কাটলো বেলা
কখন তবে খেলবে খেলা?
দিন ফুরালে সন্ধ্যা বেলা.... নামবে যে আঁধার!

৯.

আচ্ছা, গাছে যে এতো বার বার পানি দাও
শিকড় পঁচে যাবে না!
নাকি মগে পানি থাকে না! শুধু শুধুই আসা-যাওয়া বারান্দায় ?
যদিও বসে থাকি প্রতীক্ষায়... আসবে কখন!

১০.

হাহ... ভালো! সবাই দোষারোপে ব্যস্ত !
কেউ বলছে অস্থির, কেউ হিংস্র কেউ বা আবার বলছে বন্ধ্যা সময়।
আর আমরা অক্ষম বাঞ্চোত’রা তো পুরো সময়টাকে নিষ্ফলা বানিয়ে ছাড়লাম!

১১.

আমার দরিদ্রতা নিয়ে তোমার কতরকম হাসি-তামাশা,
কতশত ফটোগ্রাফি, কতশত এ্যাওয়ার্ড..
রিয়েলিষ্টিক পেইন্টিং-এ আমার শুকনো স্তন!

১২.

এ বড়ই দীর্ঘপথ......

নিজেকে কেবল নিদোর্ষ মনে হয় নিজের বয়ানে
অথচ নিজেকে অভিযুক্ত করতে পারি ভয়ানক সব অপরাধে।

আত্মজীবনী বোধহয় এভাবেই লিখে মানুষ... লেজটাকে কেটে দিয়ে!

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়