RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ০৪ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ২০ ১৪২৭ ||  ১৭ রবিউস সানি ১৪৪২

এনামুল হক মনি’র কবিতা

এনামুল হক মনি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এনামুল হক মনি’র কবিতা


বাল্যবিবাহ!
সে আমার বহুকালের শখ।
আজ তা পূরণ হবার নয়,
বয়সসীমা পেরিয়ে এসেছি।

আর বিন্দু!
সেও তো ১৮ ছুঁই ছুঁই।
আর মাত্র কটা দিন
তারপর মালাবদল,
উলু ধ্বনি, বেজে উঠবে
সানাইয়ের সুর।

আর পারি না-
জানো বিন্দু তোমাকে ছাড়া
চাঁদটাও কেমন ফ্যাকাশে মনে হয়
আর অন্ধকারতো আরো ভয়ানক হয়ে ওঠে।

হ্যা আমি জানি যা ভাবছি সবই কল্পনা
ঐ যে বামন-চাঁদ প্রবাদের মতো।
খুব ভালো করেই জানি যে,
অপেক্ষা আজন্মের
পাওয়া না পাওয়ার প্রশ্ন এখানে বৃথা।

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়