ঢাকা     শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৬ ১৪৩০

রাইজিংবিডি লেখক বৃত্তান্ত:

আবু বকর ইয়ামিন

‘সারা দেশে একই আদলে শহিদ মিনার কেন নয়’

‘সারা দেশে একই আদলে শহিদ মিনার কেন নয়’

সম্প্রতি দেখা যাচ্ছে, দেশে-বিদেশে শহিদ মিনার নির্মাণের ক্ষেত্রে কেন্দ্রীয় শহিদ মিনারের আদল অনুসরণ করা হচ্ছে না। যে যার মতো করে মিনার নির্মাণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। অথচ, আমাদের জাতীয় শহিদ মিনার একটি নির্দিষ্ট ভাবনা থেকে নির্মিত হয়েছে। বাংলাদেশের প্রথিতযশা শিল্পীরা ভাষা আন্দোলনের তাৎপর্যকে ধারণ করে এ শহিদ মিনার নির্মাণ করেছেন। মায়ের সঙ্গে ভাষার সম্পর্ক। মা ও ভাষাকে ফুটিয়ে তোলা হয়েছে শহিদ মিনারের স্থাপনার মাধ্যমে। কিন্তু, ভাষা আন্দোলনের ৭০ বছর পার হলেও এটি আকৃতিতে একই আদল পায়নি।

০৮:২৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

অটোপাসে বছর শুরু, পরীক্ষাতে শেষ

অটোপাসে বছর শুরু, পরীক্ষাতে শেষ

করোনাভাইরাস মহামারিতে যেমন আর্থিক ক্ষতি হয়েছে, সম্ভবত তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষায়। করোনার সংক্রমণ ঠেকাতে বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে, ক্লাস-পরীক্ষা হয়নি। তবে, সংক্রমণ কমে আসায় বছরের শেষদিকে সীমিত পরিসরে হয়েছে ক্লাস-পরীক্ষা। তাই, শিক্ষা খাতের সারা বছরের খতিয়ান তুলে ধরতে গেলে অবধারিতভাবেই লিখতে হয় করোনা পরিস্থিতির কথা। এদিকে, করোনাকালে নানা প্রতিকূলতার মাঝেও হয়েছে শিক্ষক নিয়োগ, পদোন্নতি, এমপিওভুক্তি। বছরজুড়ে বিভিন্ন দাবিতে শিক্ষকদের আন্দোলন, সড়ক দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর মৃত্যু ও শিক্ষার্থীদের আন্দোলন ছিল আলোচনার বিষয়।

০৪:৩৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার

মাউশিতে নিয়োগবাণিজ্যের অভিযোগ: এক দিনের মাথায় তদন্ত স্থগিত

মাউশিতে নিয়োগবাণিজ্যের অভিযোগ: এক দিনের মাথায় তদন্ত স্থগিত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের অধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ৪ হাজার কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জানিয়েছেন পিন্টু শেখ নামের এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে নিয়োগ কমিটির আহ্বায়ক মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী এবং সদস্য সচিব বিপুল চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু অজানা কারণে কমিটি গঠনের এক দিনের মাথায় তদন্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।

০৪:৩৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২১ রোববার

ভাড়া নিয়ন্ত্রণে রেখে বাসের সংখ‌্যা বাড়ানোর দাবি

ভাড়া নিয়ন্ত্রণে রেখে বাসের সংখ‌্যা বাড়ানোর দাবি

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে গণপরিবহন-দূরপাল্লার  বাসে অর্ধেক যাত্রী নিয়ে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করছে সাধারণ যাত্রীসহ সচেতন মহল। তাদের মতে, অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের কথা থাকলেও চালক-হেল্পাররা তা মানছেন না।  এছাড়া, যেখানে আগের চেয়ে দ্বিগুণ বাসের প্রয়োজন, সেখানে বরং কমিয়ে দেওয়া হয়েছে।  এরফলে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলার কথা থাকলে  সেই নির্দেশনা মানা হচ্ছে না।  এভাবে চলতে থাকলে জনদুর্ভোগ বাড়বে।  তাই সংক্রমণ নিয়ন্ত্রণ করতে চাইলে সড়কে বাসের সংখ‌্যা বাড়াতে হবে। না হলে লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণা করতে হবে বলেও তারা মনে করেন।

০৬:৩৬ পিএম, ২ এপ্রিল ২০২১ শুক্রবার