ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

আমরা যেমন ‘ডগ’ হই না কেন…

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ১৩ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমরা যেমন ‘ডগ’ হই না কেন…

লন্ডন থেকে ক্রীড়া প্রতিবেদক : দুই বিশ্বকাপের মাঝে নিউজিল্যান্ডের অধিনায়ক, কোচ পাল্টেছে শুধু।  বিশ্বকাপ মঞ্চে তাদের পারফরম্যান্স কি পাল্টেছে?

২০১৫ বিশ্বকাপেও কেউ চিন্তা করেনি নিউজ্যিলান্ড ফাইনাল খেলবে।  ২০১৯ সালে, নিউজিল্যান্ডকে কেউ গোনায় ধরেনি! অথচ তারাই টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলার অপেক্ষায়।  অসি দাপটে সেবার শিরোপা পাওয়া হয়নি। এবার স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে পেরে উঠে কিনা সেটাই দেখার বিষয়।  সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।  ক্রিকেট বোদ্ধাদের মতে, ভারত প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডকে হাল্কাভাবে নেওয়ায় ফাইনালে উঠা হয়নি। 

ইংল্যান্ডের অধিনায়কের কন্ঠে অবশ্য নিউজিল্যান্ডকে নিয়ে শ্রদ্ধার সুর, ‘তাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ।  নতুন বলে তারা সব সময়ই প্রতিপক্ষকে হুমকি দিয়ে থাকে।  পাশাপাশি ব্যাটিংয়েও তারা যথেষ্ট সামর্থ্যবান। ’

২০১৫ বিশ্বকাপের ফাইনাল খেলা পাঁচ কিউই ক্রিকেটার খেলবেন আগামীকালের ফাইনালে।  নিশ্চিতভাবেই অভিজ্ঞতার জন্য প্লাস পয়েন্ট পাবে নিউজিল্যান্ড।  তবে প্রথম মুখোমুখিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড।  ডারহামে স্বাগতিকরা জিতেছিল ১১৯ রানে। ফাইনালের মঞ্চেও স্বাগতিকদের এগিয়ে রেখেছেন উইলিয়ামসন, ‘আমার মতে ফাইনালে ফেবারিট হতে ইংল্যান্ড বেশি দাবিদার।  বিশ্বকাপে যেভাবে তারা এসেছে এবং যেভাবে শুরু করেছে তাতে তাদেরকে ফেবারিট না বলার কারণ নেই।  বেশ ভালো ক্রিকেট খেলছে।’

ইংল্যান্ডকে ফেবারিট মনে করলেও নিজেদেরকে পিছিয়ে রাখছেন না কিউই অধিনায়ক, ‘বরাবই নিউজিল্যান্ডকে এমন কথা (আন্ডারডগ) শুনতে হয়েছে।  আমরা এখন যেমন ‘ডগ’ হই না কেন গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেদের খেলায় মনোযোগ রাখা।  দীর্ঘ কয়েক বছর ধরেই দেখছি, যে কেউ যে কাউকে হারাতে পারে, ‘ডগের’ প্রকারভেদ যেমনই থাকুক।’ – হাসতে হাসতে বলেন উইলিয়ামসন। 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে জ্বলে উঠতে পারেননি উইলিয়ামসন।  ফাইনাল হারের শিক্ষা এবার কাজে লাগাতে চান তিনি,  ‘শেষবার যে অভিজ্ঞতা পেয়েছি তাতে একটি বিষয় স্পষ্ট, আপনি যখনই কোনো ফাইনালে যাবেন প্রতিপক্ষ আপনাকে সুযোগ দেবে না।  আপনাকে ইতিবাচক থাকতে হবে, ভালো চিন্তা করতে হবে।  শেষ চার বছরে আমাদের দলটায় পরিবর্তন এসেছে।  ভিন্ন মানুষ, ভিন্ন চিন্তা এবং ভিন্ন আগ্রহ।  আশা করছি সবাইকে নিয়ে আমাদের ভালো ফল পেতে হবে।’


রাইজিংবিডি/লন্ডন/১৩ জুলাই ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়