ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছেলেকে জয় উৎসর্গ করলেন মুশফিক

দিল্লি থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৯, ৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছেলেকে জয় উৎসর্গ করলেন মুশফিক

প্রশ্নটা করেছিলেন ভারতীয় এক সাংবাদিক।  ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয় কাকে উৎসর্গ করবেন মুশফিকুর রহিম?

দিল্লি জয় করা মুশফিক জানালেন, ভারতের বিপক্ষে পাওয়া ঐতিহাসিক জয়টি শিশুপুত্র মায়ানকে উৎসর্গ করছেন তিনি।  গত ২৫ অক্টোবর মায়ান দুই বছরে পা দিয়েছে।  ছেলের প্রথম জন্মদিন বড় আয়োজন করে পালন করেছিলেন মুশফিক। এবার ভারত সফরের ব্যস্থতায় পারিবারিক আয়োজনে মায়ানের জন্মদিন কেটেছে।  আদরের সেই শিশুপুত্রের জন্য বাবা মুশফিকের ভালোবাসার একটু কমতি নেই। তাইতো নিজের সবথেকে বড় সাফল্য মুশফিক উৎসর্গ করেছেন মায়ানকে।

‘এই জয়, এই ইনিংস আমি আমার ছেলে মায়ানকে উৎসর্গ করতে চাই। ওকে অনেক মিস করি আমি। ও খুব দ্রুত বেড়ে উঠছে, টিভিতে আমার ছবি দেখে চিনতে পারে, এটা কে। আমি এই ফিফটি ও এই জয় ওকে উৎসর্গ করতে চাই।’ – বলেছেন মুশফিক। 

ভারতের বিপক্ষে এর আগে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিবারই জিতেছিল ভারত। নবম মুখোমুখিতে বাংলাদেশ হারাল ভারতকে।  জয়ের নায়ক মুশফিকুর রহিম।  তার ৪০ বলে অপরাজিত ৬০ রানের ইনিংসটি বাংলাদেশের ক্রিকেটের সাফল্যের পাতায় বড় জায়গায় অবস্থান করে নিয়েছে।


দিল্লি/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়