ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সাকিব-তামিম নেই মানে তিনজন নেই’

ইন্দোর থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সাকিব-তামিম নেই মানে তিনজন নেই’

২০০৬ সালে সাকিব আল হাসানের টেস্ট অভিষেক। পরের বছরই অভিষেক তামিম ইকবালের।

অভিষেকের পর থেকে নিয়মিত দুই ক্রিকেটার খেলে আসছেন জাতীয় দলে। চোট, বিশ্রাম কিংবা ঐচ্ছিক ছুটি বাদে দুজন দল থেকে বাদ পড়েছেন খুব কমই। ফর্মের কারণে তাদের বাদ পড়ার নজির নেই।

তাদের অভিষেকের পর বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছে ৭১টি। এর মধ্যে দুজনের কেউ খেলেননি, এমন টেস্টের সংখ্যা ৬। এই ৬ টেস্টে বাংলাদেশ জিতেছে ১টি, হেরেছে ৪টি। ড্র করেছে ১টি টেস্ট।

এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছে আরও দুই টেস্ট। ভারত সফরে দুটি টেস্টেই থাকবেন না দেশের ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্র। নিষেধাজ্ঞার কারণে সাকিব নেই জাতীয় দলে। তামিম পারিবারিক কারণে এ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

তাদের একসঙ্গে না থাকার চিত্রটা ভয়াবহ। নিকট অতীতে ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ২৫৪ রানে। এরপর সিলেট ভেন্যুর অভিষেক ম্যাচে পুঁচকে জিম্বাবুয়ের বিপক্ষে তারা ম্যাচ হেরেছিল।

পরের টেস্টে বাংলাদশে ম্যাচ জেতে জিম্বাবুয়ের বিপক্ষে। এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কার গলে এক ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ, যেখানে মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে হাঁকিয়েছিলেন ডাবল সেঞ্চুরি। এছাড়া ২০০৭ সালে শ্রীলঙ্কায় দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ, দুটিতেই হেরেছিল দল।

দুজনকে আলাদা করে মূল্যায়ন করলে, শুধুমাত্র সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ খেলেছে ১৫ টেস্ট; ড্র করেছে ২টি, পরাজয় ১২টি এবং জয় ১টি। তামিমের অনুপস্থিতিতে বাংলাদেশ খেলেছে ১৩ টেস্ট; জিতেছে ৩টি, ড্র করেছে ২টি, বাকি সবকটিতেই হার।

দুজনের অনুপস্থিতিতে দল সাজানো বরাবরের মতোই কঠিন টিম ম্যানেজমেন্টের জন্য। অলরাউন্ডার সাকিবের অভাব পূরণ করতে হয় দুজনকে দিয়ে। বাড়তি একজন স্পিনারও খেলাতে হয়, খেলাতে হয় ব্যাটসম্যানও। আর তামিম ইকবালের অনুপস্থিতি মানে টপ অর্ডারে অভিজ্ঞ ব্যাটসম্যানকে হারানো।

ইন্দোরে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে তাদের দুজনের অনুপস্থিতি ভাবাচ্ছে নতুন অধিনায়ক মুমিনুল হককে, ‘তাদের দুজনের জায়গা মানে ওখানে তিনজন খেলোয়াড় নেই। সাকিব ভাই তো একজনের জায়গায় দুইজন। সাথে নাই তামিম ভাইও।’

তবুও এগিয়ে যাওয়ার প্রত্যয় অধিনায়কের কন্ঠে, ‘হ্যাঁ, একটু চ্যালেঞ্জিং হবে তাদের ছাড়া। তবে যারা নেই তাদের নিয়ে পড়ে থাকলে তো হবে না। যারা আছে তাদের নিয়েই আমাদের খেলতে হবে। এখন সবাই অনেক বেশি মনোযোগী। আমার মনে হয়, সবাই অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলবে।’


ইন্দোর/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়