ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাম্বলির পর ব্র্যাডম্যানের আগে আগারওয়াল

ইন্দোর থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাম্বলির পর ব্র্যাডম্যানের আগে আগারওয়াল

ছবি : মিলটন আহমেদ

৩০ বছর আগের আজকের দিনটিকে ভারতের ক্রিকেটের সবথেকে ঐশ্বর্যপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়, স্রষ্টা এদিন ক্রিকেট ভুবনে পাঠিয়েছিলেন ‘গড অব ক্রিকেট’ শচীন রশেম টেন্ডুলকারকে। করাচির বিশাল মাঠে পথ চলা শুরু টেন্ডুলকারের। এরপর কতশত অর্জন।  কত রেকর্ড ভাঙা। কত রেকর্ড গড়া।

মহিমান্বিত এমন দিনটিকে নতুন ভাবে রাঙালেন ভারতের বর্তমান সময়ের টেস্ট তারকা মায়াঙ্ক আগারওয়াল। গত বছরের বক্সিং ডে টেস্টে পথ চলা শুরু। ইন্দোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে খেলছেন নিজের অষ্টম টেস্ট।  এতোটা অল্প সময়ে আগাওয়াল পেয়ে গেলেন নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। নামের পাশে রয়েছে আরও একটি সেঞ্চুরিও।

মিরাজের বল ডাউন দ্য উইকেটে এসে বল পাঠালেন গ্যালারিতে। ওই ছক্কায় আগারওয়াল পৌঁছে যান ডাবলে। দুই হাত উপরে তুলে নিজের দ্বিতীয় ডাবল উদযাপন। ড্রেসিংরুমে অধিনায়ক বিরাট কোহলিকে দুইয়ের ইঙ্গিত। বিরাট ইঙ্গিত করলেন তিনের! মানে কি ট্রিপল সেঞ্চুরি করো? 

গ্যালারি থেকে পাঠানো বল কুড়াচ্ছিলেন ইমরুল কায়েস। সাথে ভাবছিলেন কি ভুলটাই না করেছেন তিনি? গতকাল প্রথম দিন ৩২ রানে আগারওয়াল ক্যাচ দিয়েছিলেন স্লিপে। ইমরুল লোপ্পা ক্যাচ ছেড়ে জীবন দেন আগারওয়ালকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

২২ গজে আগ্রাসন দেখিয়ে তুলে নেন দ্বিতীয় ডাবল। অবশ্য ৮২ রানে মেহেদীর বলে তাকে একবার আউট দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যান ডানহাতি ওপেনার। এরপর দ্রুতই তুলে নেন সেঞ্চুরি। সেঞ্চুরি থেকে ডাবলে পৌঁছেছেন আরো দ্রুত।

ডাবল সেঞ্চুরি তুলে আগারওয়াল গড়েছেন রেকর্ড। স্যার ডন ব্র্যাডম্যানের থেকে কম ইনিংস খেলে দ্বিতীয় ডাবলের স্বাদ পেয়েছেন তিনি। তবে তার আগে আছেন বিনোদ কাম্বলি। বিনোদ কাম্বলি মাত্র পাঁচ ইনিংসে দুইটি ডাবল সেঞ্চুরি তোলেন। আগারওয়াল দ্বিতীয় ডাবল পেয়েছেন ১২তম ইনিংসে। ডন ব্র্যাডম্যান ১৩তম ইনিংসে পান দ্বিতীয় ডাবল।

ভারতের ওপেনার হয়ে ৬টি ডাবল হাঁকিয়েছেন বীরেন্দর শেবাগ। সুনীল গাভাস্কারের ডাবল সেঞ্চুরি ৩টি। বিজয় মানকান্দ, ওয়াসিম জাফর ও আগারওয়ালের ডাবল সেঞ্চুরি ২টি করে।


ইন্দোর/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়