ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইডেনে প্রথম দিন কী কী থাকছে, জানালেন সৌরভ

কলকাতা থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইডেনে প্রথম দিন কী কী থাকছে, জানালেন সৌরভ

বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার পর সৌরভ গাঙ্গুলির শহর কলকাতায় প্রথম ম্যাচ। যে করেই হোক ম্যাচটাকে রঙিন করা চাই সৌরভের। সিদ্ধান্ত নিলেন, উপমহাদেশে প্রথম দিবারাত্রির টেস্ট আয়োজনের। ভারত প্রস্তুত। বাংলাদেশকে প্রস্তাব পাঠানোর পর বাংলাদেশও রাজী হলো গোলাপি বলে টেস্ট খেলতে।

এখন কলকাতা গোলাপি টেস্ট জ্বরে কাঁপছে। দুই প্রতিবেশী দেশের ব্যাট-বলের যুদ্ধ শুরু হবে শুক্রবার। আর ঐতিহাসিক টেস্টকে ঘিরে ব্যাপক পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

বুধবার দুপুরে ইডেন গার্ডেনে এসে সৌরভ ঘুরে দেখেন শেষ মুহূর্তের প্রস্তুতি।  গণমাধ্যমে জানান গোলাপি বলের টেস্টের প্রথম দিনে কী কী আয়োজন থাকছে।

সৌরভ জানান, টসের সময় দুই দলের অধিনায়কের হাতে বল তুলে দেবেন প্যারাট্রুপার। ওই সময়ে মাঠে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্কেস্ট্রার বাজনাতে দুই দলের জাতীয় সঙ্গীত বেজে উঠবে। ঘণ্টা বাজিয়ে ইডেন টেস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সারবেন অতিথিরা।

সৌরভের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে বিশাল বহর নিয়ে কলকাতায় আসবেন। তার সফরসঙ্গী হবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। সৌরভ আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অভিষেক টেস্টের খেলোয়াড়দের। হাবিবুল বাশার, আকরাম খান, নাঈমুর রহমান, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ, শাহরিয়ার হোসেন বিদ্যুৎরা থাকবেন ইডেনে।  চা-বিরতির সময় তারা খোলা জিপে মাঠ প্রদক্ষিণ করবেন। এছাড়া মধ্যাহ্ন বিরতিতে শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগ, সৌরভ মিলে টক শো করবেন।

প্রথম দিনের ব্যাট-বলের যুদ্ধ শেষে দর্শকদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা।  গোলাপি স্টেজে দাঁড়িয়ে গান পরিবেশন করবেন বাংলাদেশের শিল্পী রুনা লায়লা ও কলকাতার জিৎ গাঙ্গুলী।

ভারতের ক্রিকেটের মহারাজ সৌরভ বলেছেন, ‘আমি রোমাঞ্চিত। প্রথম চার দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। শেষ কবে আমরা দেখেছি, কোনো টেস্টে চার দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে!’

শিশির ভাবনায় ইডেনে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায়। দিনের টেস্টের মতো দুই ঘন্টা খেলা হওয়ার পর হবে চা বিরতি। এরপর ডিনার।


কলকাতা/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়