ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাঈমের চোট গুরুতর নয়, বিশেষজ্ঞ দেখাবেন সাইফ

কলকাতা থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাঈমের চোট গুরুতর নয়, বিশেষজ্ঞ দেখাবেন সাইফ

ইডেনে প্রথম দিনের অনুশীলনে দুই চোটের খবরে সরগরম বাংলাদেশের ক্রিকেট।

আঙুলের চোটে সাইফ হাসানের খেলা হচ্ছে না ইডেন টেস্টে।  এদিকে অনুশীলনের শেষ দিকে মাথায় বলের আঘাত পেয়েছেন স্পিনার নাঈম হাসান। 

বুধবার ইডেনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুশীলন করে বাংলাদেশ দল। সাইফ হাসান দলের সঙ্গে অনুশীলনে নামলেও পুরোদমে কিছুই করতে পারেননি। ইন্দোর টেস্টে মিরাজের বদলি হিসেবে নেমে চতেশ্বর পূজারার ক্যাচ ধরেছিলেন। ক্যাচ ঠিকঠাক মতো ধরলেও ডান হাতের কনিষ্ঠায় চোট পান তিনি। তৈরি হয় ক্ষত।

পুরোপুরি সেরে না ওঠায় তাকে বিশ্রামে রাখছে টিম ম্যানেজম্যান্ট। দলের সঙ্গে থাকবেন এ ক্রিকেটার। কলকাতায় বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর সিদ্ধান্ত নিয়েছে দল। বৃহস্পতিবার উডল্যান্ড হাসপাতালে আঙুলে দেখাবেন সাইফ।

এদিকে অনুশীলনের শেষ দিকে মাথায় বলের আঘাত পান নাঈম হাসান। তাকে নিয়ে যাওয়া হয় উডল্যান্ড হাসপাতালে। সিটি স্ক্যান করানো হয়। রিপোর্টে খারাপ কিছু আসেনি।

হাসপাতালের চিকিৎসক সপ্তর্ষি বসু জানান, এই মুহূর্তে স্বাভাবিক আছেন নাঈম। তার চোট গুরুতর নয়। রাতে টিম ম্যানেজার সাব্বির খান রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন, টেস্ট খেলা নিয়ে তার কোনো শঙ্কা নেই। বৃহস্পতিবার অনুশীলনেও করবেন।


কলকাতা/ইয়াসিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়