ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

চাপ নেই, খেলায় মনোযোগ বাংলাদেশের

কলকাতা থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাপ নেই, খেলায় মনোযোগ বাংলাদেশের

ইডেনে ভারত ও বাংলাদেশের মধ্যকার দিবারাত্রির টেস্ট ম্যাচকে ঘিরে কলকাতায় চলছে উৎসব। কিন্তু মাঠের বাইরের কোনো চাপ মাথায় নিচ্ছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। নিজেদের খেলায় মনোযোগ বাংলাদেশের।

প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। ইডেনে দুই দলের ম্যাচটি শুরু হবে শুক্রবার। উপমহাদেশে এটি প্রথম গোলাপি বলে টেস্ট। ঐতিহ্যবাহী ইডেনে দুই দলের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচকে ঘিরে কলকাতায় চলছে উৎসব। বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে ম্যাচ দেখতে শুক্রবার সকালে কলকাতায় আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও মাঠে থাকবেন।

ভারতের প্রথম দিবারাত্রির টেস্ট হওয়ায় ইডেন থাকবে হাউসফুল। এছাড়া ম্যাচের আগে-পরে এবং মাঝে রয়েছে একাধিক প্রোগ্রাম। এমনিতেই সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। এর ওপরে প্রথমবারের মতো গোলাপি বলে খেলতে নামার অদৃশ্য চাপ রয়েছে। সঙ্গে ইডেনের ফুলহাউস গ্যালারি আর উৎসব। সব মিলে যে উন্মাদনা ছড়িয়েছে, তা কিছুটা হলেও চাপ তৈরি করছে খেলোয়াড়দের ওপর। বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক অবশ্য বলছেন, তাদের ওপর কোনো চাপ নেই। মাঠের বাইরের বিষয়গুলো মাঠে প্রভাবও ফেলবে না।’

ম্যাচের আগের দিন মুমিনুল বলেছেন, ‘আমার কাছে কোনোভাবে মনে হয় না এসব প্রভাব ফেলবে। কারণ পেশাদার ক্রিকেটার হিসেবে চিন্তা করলে এসব চিন্তা আসা উচিত না। আপনার কাজ আপনি ঠিকমতো করবেন, আমার কাজ আমি করব। যে যার কাজটি ঠিকমতো করতে হবে। আমার কাছে মনে হয় পেশাদার ক্রিকেটার হিসেবে বিষয়গুলো মাথায় ঢোকার সুযোগ নেই।’

ইন্দোরে প্রথম টেস্ট বাংলাদেশ ম্যাচ হেরেছে তিন দিনে। ইডেনে কি একই ব্যর্থতার পুনরাবৃত্তি হবে নাকি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে? ব্যর্থতা ঝেরে সামনে তাকিয়ে বাংলাদেশ। মুমিনুল চান ইন্দোরের ভুল পুনরায় না করতে, ‘আগে কী হয়েছে, ভালো না খারাপ- সেটা কোনো সময় চিন্তা করার সুযোগ থাকে না। খারাপ হলে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে কাজ করতে হয়। আমিও সেভাবে চিন্তা করি। শেষ ম্যাচে যেসব ভুল হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে ইডেনে সেগুলো শুধরানোর কাজ করব।’


কলকাতা/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়