ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওপেনারদের প্রতি মুমিনুলের বার্তা

কলকাতা থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওপেনারদের প্রতি মুমিনুলের বার্তা

আঙুলের চোটে কলকাতা টেস্ট থেকে ছিটকে গেছেন সাইফ হাসান। ইডেনে গোলাপি বলে দিবারাত্রির টেস্টে তার খেলার সম্ভাবনা ছিল। কিন্তু দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে যেতে হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যানকে।

সাইফ না থাকায় ইন্দোর টেস্টে খেলা ওপেনারদের নিয়েই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। কলকাতায় বাংলাদেশের ইনিংস ওপেন করবেন সাদমান ইসলাম ও ইমরুল কায়েস। ইন্দোরে গতিময় উইকেটে দুজনের হাত ধরে বাংলাদেশের ইনিংস শুরু হয়েছিল। কিন্তু তাদের নড়বড়ে ব্যাটিংয়ে মনোবল নষ্ট হয়েছে পরের ব্যাটসম্যানদের।

দুই বাঁহাতি শুরুর আক্রমণ সামলাতে পারেননি। ইমরুল ও সাদমানের ব্যাট-প্যাডের কোনো রসায়ন ছিল না। শটে ছিল না কোনো আত্মবিশ্বাস। দুজনই দুই ইনিংসে সুপার ফ্লপ। ইমরুল দুই ইনিংসেই নিজের উইকেট উপহার দিয়েছেন। সাদমান প্রথম ইনিংসে চাইলেই থিতু হতে পারতেন। কিন্তু নিজের ভুলে উইকেট হারিয়েছেন। দ্বিতীয় ইনিংসে তার আউটের বলটিতে তেমন কিছু করার ছিল না।

কলকাতায় দুই ওপেনারের কাছ থেকে বড় কিছুর আশায় রয়েছেন অধিনায়ক মুমিনুল হক। ইন্দোর টেস্ট শেষে তিনি বলেছিলেন, ‘ওপেনাররা যদি ১৫-২০ ওভার পর্যন্ত টিকে থাকতে পারে, তাহলে মনে হয় পরের দিকে সহজ হয়। ঐ ১০-১৫ ওভার আমাদের একটু চ্যালেঞ্জ নিতে হবে। যারা ওপেনিংয়ে বা টপ অর্ডারে ব্যাটিং করবে, তাদের আরও তাড়না নিয়ে ব্যাটিং করতে হবে।’

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল ব্যাটসম্যানদের পুনরায় একই ভুল না করার বার্তা দিয়েছেন, ‘গত টেস্টে যে ভুলগুলো হয়েছে, সেগুলো কম করতে পারলে ভালো। যাদের বিপক্ষে খেলব, একটু ধৈর্য ধরে ব্যাটিং করা লাগবে।’

সাইফ হাসানের চোটে আক্ষেপ ঝরল মুমিনুলের কন্ঠে, ‘ওর একটা ভালো সুযোগ ছিল। এখন ইনজুরি তো কারো হাতে নেই। যে ওর জায়গায় খেলছে, তার জন্য এটা একটা নতুন সুযোগ। তাদের সেভাবেই খেলতে হবে। ’


কলকাতা/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়