ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উইনিং কম্বিনেশন ভাঙবে না বাংলাদেশ

রাজকোট থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইনিং কম্বিনেশন ভাঙবে না বাংলাদেশ

ছবি: মিলটন আহমেদ

তাইজুল ইসলাম ও আরাফাত সানীকে প্রায় সময় একই সঙ্গে দেখা যাচ্ছে। দুই বাঁহাতি স্পিনার বুধবার রাজকোটের নেটে একসঙ্গে ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে কাটিয়েছেন। তাদের নিয়ে আলাদা কাজ করেছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ।

বোলিংয়ের পর আবার ব্যাটিংয়েও নিজেদের ঝালিয়ে নিয়েছেন তাইজুল ও সানী। দুজন নিজেদের প্রস্তুত রাখলেও বৃহস্পতিবার রাজকোটে তাদের ম্যাচ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। দিল্লিতে বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে খেলেছে, সেই একাদশ নিয়েই রাজকোটে নামবে।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনে কঠোর ছিল গোটা দল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘এই মুহূর্তে আমরা উইনিং কম্বিনেশনেই থাকার চেষ্টা করব।’

রাজকোটের উইকেট ব্যাটিং সহায়ক। দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি হলেও এখানে আইপিএলের ম্যাচ হচ্ছে নিয়মিত। রান উৎসব হয়। দুই দলের অধিনায়কই বড় রানের আশায় আছেন। তাই একাদশে বাড়তি স্পিনার খেলানোর ভাবনা নেই দলের।

প্রথম টি-টোয়েন্টিতে তিন পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান খেলেছিলেন।  স্পিনার হিসেবে ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। এছাড়া আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, সৌম্য, মোসাদ্দেক সবাই হাত ঘুরিয়েছেন ২২ গজে।

মাহমুদউল্লাহ জানিয়েছেন, উইকেট শুষ্ক না হলে দলে পরিবর্তন আনার সম্ভাবনা কম, ‘মাঠে এসে আগে উইকেট দেখব। উইকেট দেখে যদি মনে হয় একাদশে পরিবর্তন করা প্রয়োজন তাহলে পরিবর্তন করলেও করতে পারি।’

ওপেনার নাঈম শেখের অভিষেক হয়েছে প্রথম ম্যাচে। আফিফ, আমিনুল খেলেছেন তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি। প্রত্যেকেই ধ্রুপদী পারফরম্যান্সে নিজেদের আগমন রাঙিয়েছেন।

তাদের আরও সুযোগ দেওয়ার কথা বলছেন মাহমুদউল্লাহ, ‘আমাদের তরুণদের সুযোগ করে দিতে হবে। যাতে তারা নিজেদের প্রমাণ করতে পারে। যাদের কথা হচ্ছে তারা এর মধ্যেই নিজেদের প্রমাণ করেছে। আমাদের পাইপলাইনে আরও খেলোয়াড় আছে। আশা করি সবাই মিলেই ভালো কিছু কাল দেখাতে পারব।’

রাজকোটে টানা দুদিনের অনুশীলনে নিজেদের শতভাগ প্রস্তুত করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর বিশ্বাস, সাধ্যের সবকুটু দ্বিতীয় ম্যাচে দেবে গোটা দল, ‘আমরা প্রথম ম্যাচটা জিতেছি, এটা আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আগামীকালের ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সবাই কষ্ট করছে, অনুশীলনে সবাই নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করছে। সবাই মিলে সবটুকু দিয়ে আমরা কালকের ম্যাচ জেতার চেষ্টা চালিয়ে যাব।’


রাজকোট/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়