ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঝলমলে সকাল, প্রস্তুত রাজকোট

রাজকোট থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৭, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝলমলে সকাল, প্রস্তুত রাজকোট

ছবি: মিলটন আহমেদ

সুন্দর মিষ্টি সকাল। দু’দিনের কাঠফাঁটা রোদ ও অসহনীয় গরমের পর আগের সন্ধ্যার বৃষ্টি স্বস্তির পরশ বুলিয়ে দিয়েছিল। সেই হিমেল হাওয়ার শীতল পরশ এখনও শান্তি দিচ্ছে।

ঘূর্ণিঝড় মাহা'র তাণ্ডবে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু বৃহস্পতিবার সকালের ঝকঝকে আকাশ বলে দিচ্ছে ‘আজ মহারণ হবে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।’ কি শান্তি। সকালের এমন একটা সূচনা ভালো-ই লাগে।

রাজকোটের রৌদ্রোজ্জ্বল সকাল পুরো ম্যাচের ইঙ্গিত দিচ্ছে। আবহাওয়া অধিদপ্তরও জানাচ্ছে আজ সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ‘আফটার ইফেক্ট’ এর শঙ্কা থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে বিরূপ প্রকৃতি যদি চোখ রাঙায় তাহলে দুই দলের করার থাকে সামান্যই।

এর আগে গতকাল তীব্র বাতাসের পর শুরু হয় বৃষ্টি। যে বৃষ্টিতে ধুয়ে যায় পুরো স্টেডিয়াম। গ্রাউন্ডসম্যানরা প্রস্তুত ছিলেন বলে মনে হয়নি। ম্যাচ উইকেটের আশপাশের দু’চারটি কাভার উড়ে যায় বাতাসে। তুমুল বাতাসে স্টেডিয়ামের এক পাশের কাঁচের অবকাঠামো ভেঙে পড়েছিল। ইলেকট্রিক বিজ্ঞপন বোর্ডও পড়ে গিয়েছিল মাটিতে। তবে সারারাতের কর্মযজ্ঞের পর রাজকোট এখন ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত।

দুই দলের ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হওয়ার কথা রয়েছে। দিল্লিতে প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ বাংলাদেশের। হারলে সিরিজের ফয়সালা হবে নাগপুরে। তবে বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে বাংলাদেশের সিরিজ হারের কোন সুযোগ থাকবে না।




রাজকোট/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়