ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুস্তাফিজকে নিয়ে ‘মাইন্ডগেম’ খেলেছেন কোহলি!

ইন্দোর থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুস্তাফিজকে নিয়ে ‘মাইন্ডগেম’ খেলেছেন কোহলি!

ভারতীয় তিন পেসারের আগুণঝরা বোলিংয়ে ইন্দোরে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। স্কোর ১৫০ রানে গেলেও ভেঙেছে ব্যাটসম্যানদের মনোবল।  ত্রয়ীর পেস আক্রমণে ছন্নছড়া ছিল পুরো দলের ব্যাটিং। ওপেনিং থেকে শুরু করে ইনিংসের মাঝ পর্যন্ত কোনো ব্যাটসম্যানই স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি। সেখানে বাংলাদেশ নেমেছে দুই পেসার এবং দুই স্পিনার নিয়ে।

ব্যাটিং অর্ডারের গভীরতা বাড়িয়েছে দল। কিন্তু ইন্দোরের উইকেটে তিন পেসার না খেলানোয় প্রশ্ন উঠছে বেশ। অধিনায়ক মুমিনুল প্রথম দিন শেষে এসেছিলেন সংবাদ সম্মেলনে। তিন পেসার না খেলার কারণ জানাতে গিয়ে অধিনায়ক বলেছেন, ‘আমাদের স্টকে চার দিনের ম্যাচ খেলার মতো খেলোয়াড় কম। যে দুজন খেলছে তারা কিন্তু নিয়মিত চার দিনের ম্যাচ খেলে। হুট করে এভাবে খেলতে নামা আসলে কঠিন।’ পাশাপাশি মুমিনুল যোগ করেন, ‘আমরা ব্যাটিংয়ের প্রতি বেশি গুরুত্ব দেই সবসময়। যার কারণে হয়তো দুইজন পেস বোলার খেলানো হয়। আজও আমরা বাড়তি একজন ব্যাটসম্যান নিয়ে নেমেছি। সব সময় এমন মানসিকতা ছিল।’

একাদশের বাইরে আছেন দুজন পেসার।  মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন। সাড়ে তিন বছর পর দলে এসে আল-আমিন টি-টোয়েন্টি রাঙিয়েছেন দারুণভাবে।  তাকে কি টেস্টে সুযোগ দেওয়া যেত না? এমন প্রশ্নের উত্তরে মুমিনুলের ব্যাখ্যা, ‘আমরা যাদের উপর বিশ্বাস রাখতে পেরেছি তাদের নিয়ে মাঠে নেমেছি।’

মুস্তাফিজ একটা সময় ছিলেন অটোমেটিক চয়েজ। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে মুস্তফিজকে দলের বাইরে রেখেছে টিম ম্যানেজম্যান্ট। অথচ ম্যাচ শুরুর আগে মুস্তাফিজ বন্দনায় মেতেছিলেন ভারতের অধিনায়ক। বিরাট কোহলি বলেছিলেন, মুস্তাফিজ হতে পারেন তাদের জন্য হুমকি।’ প্রতিপক্ষ অধিনায়কের মুস্তাফিজকে নিয়ে এমন ভীতি থাকার পরও তাকে দলে না নেওয়া কি ভুল হল? মুমিনুলের ভাবনা ভিন্ন, ‘বিরাট কোহলি হয়তো বলেছে লড়াই করবে মুস্তাফিজের বিপক্ষে। হয়তো এটা তার চতুরতাও হতে পারে। আমাদের যাদের উপর বিশ্বাস ছিল তাদের নিয়ে দল সাজানো হয়েছে।’


ইন্দোর/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়