ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুই কনকাশন সাব, অস্বাভাবিক পরিস্থিতি: ডমিঙ্গো

কলকাতা থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই কনকাশন সাব, অস্বাভাবিক পরিস্থিতি: ডমিঙ্গো

প্রথমে লিটন কুমার দাশ। পরবর্তীতে নাঈম হাসান। ইডেন টেস্টে দুজনকে হারিয়েছে বাংলাদেশ।

ভারতীয় বোলারদের ভয়ংকর বাউন্সে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন দুজন। ইডেন থেকে দুজনকেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। লিটনের স্ক্যান এবং নাঈমের এমআরআই করানো হয়েছে। উডল্যান্ড হাসপাতালের ইমার্জেন্সি এবং ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডক্টর সপ্তর্ষী বসু বলেছেন,‘ তাদের রিপোর্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। তারপরও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এর মধ্যে কোনো সমস্যা পাওয়া গেলে তারা আবার হাসপাতালের সাথে যোগাযোগ করবে।’

ভাগ্যিস কনকাশন সাব ছিল।  নয়তো ইডেন টেস্টে নয় খেলোয়াড়কে নিয়ে খেলতে হতো বাংলাদেশকে। ব্যাটসম্যান লিটনের পরিবর্তে আসায় মিরাজ শুধু ব্যাটিং করতে পারবেন। বোলিং করতে পারবেন না। তাইজুল বোলারের জায়গায় আসায় তার বোলিং করতে বাধা নেই। পারবেন ব্যাটিং করতেও। ইন্দোর টেস্টে তাইজুল, মিরাজ দুজনই ছিলেন দলে।  

ইডেনে দুজনকে বাদ নিয়ে নেমেছিল বাংলাদেশ। কিন্তু কনকাশন সাবে দুজনই এখন মূল খেলোয়াড়।  দুই কনকাশন সাবে বাংলাদেশ দলের ‘পরিস্থিতি অস্বাভাবিক’, বলতে বাধ্য হয়েছেন বাংলাদেশ দলের কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গো।  

দিনের শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে ডমিঙ্গো বলেছেন,‘এটা আমাদের দলের জন্য অস্বাভাবিক পরিস্থিতি। লিটন সাতে নেমে তার সামর্থ্য দেখাচ্ছিল। নাঈমকে আমরা আজ খেলাতে চেয়েছি কারণ ও তাইজুল ও মেহেদীর থেকে ভালো বাউন্স পেয়ে থাকে। দূর্ভাগ্যবশত আমরা তাকে পাচ্ছি না।’

ব্যাটসম্যান লিটনের পরিবর্তে খেলানো যেত অভিজ্ঞ কাউকে।  কিন্তু দলে নেই কোনো ব্যাটসম্যান।  ওপেনার সাইফ হাসান ইনজুরিতে। এর আগে মিডল অর্ডার থেকে ছিটকে গেছেন মোসাদ্দেকও।  মোসাদ্দেক দেশে ফিরেছেন ১১ দিন আগে। কোনো বদলি ক্রিকেটারও দেশ থেকে উড়িয়ে আনেনি বাংলাদেশ।  ফলে লিটনের পরিবর্তে ভরসা একমাত্র মিরাজ।  দূর্ঘটনা হলেও বাংলাদেশ দলের দূরদর্শিতা অভাব স্পষ্ট।  ভবিষ্যতে বিষয়গুলো নিয়ে আগাম প্রস্তুতি রাখবে দল।

এমনটাই জানালেন ডমিঙ্গো,‘আসলে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমাদের সবার কাছে অপ্রত্যাশিত।  সফরে আমরা দুজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে এসেছিলাম।  তবে সত্যি বলতে বাড়তি একজনের কথা আমাদের চিন্তায় আসেনি।  ভবিষ্যতে অবশ্যই বিষয়টি খেয়াল রাখতে হবে।’
 

কলকাতা/ইয়াসিন/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়