ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অপরাধী যে দলের হোক ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ২১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অপরাধী যে দলের হোক ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধী যে দলেরই হোক ছাড় দেয়া হবে না। অপরাধীদের শনাক্তকরণে গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর নর্থ নাউথ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘গোয়েন্দারা তালিকা করছে। তালিকা পেলে আরো জোরালো ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন প্রতিষ্ঠানও বাদ যাবে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চান উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দুর্নীতি রোধ করা তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তাই যারা অনিয়ম-দুর্নীতি করছে বা অবৈধভাবে কোনো প্রতিষ্ঠান চালাচ্ছে, অপরাধ করার চেষ্টা করছে, তাদের দমন করা হবে। যে দল-মতেরই হোক, কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আইনশৃঙ্খলা বাহিনী যে অভিযান পরিচালনা করছে তা অব্যাহত থাকবে। ঢাকার বাইরেও এ অভিযান চলবে।’


ঢাকা/মাকসুদ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়